Image

ব্যাটারদের দায় দিয়ে সমর্থকদের 'সরি' বললেন অধিনায়ক শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ব্যাটারদের দায় দিয়ে সমর্থকদের 'সরি' বললেন অধিনায়ক শান্ত

ব্যাটারদের দায় দিয়ে সমর্থকদের 'সরি' বললেন অধিনায়ক শান্ত

ব্যাটারদের দায় দিয়ে সমর্থকদের 'সরি' বললেন অধিনায়ক শান্ত

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মূল পর্বে ৩ টি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল, উঠেছিল সুপার এইটেও। তবে সুপার এইটে এসে ৩ ম্যাচেই হেরে বিদায় নিয়েছে টাইগাররা। শেষ ম্যাচে আফগানদের ১২.১ ওভারের মধ্যে হারালেই মিলত সেমিফাইনালের টিকিট। তবে ব্যাটারদের ব্যর্থতায় তা অর্জন করা যায়নি। 

টুর্নামেন্ট জুড়ে ব্যটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। সঙ্গত কারণেই হতাশ হয়েছে ভক্ত সমর্থকরা। সেটা ঠিকই বুঝতে পেরেছেন টাইগার অধিনায়ক। 

আফগানিস্তানের বিপক্ষে হেরে বিদায় নেবার পর সংবাদ সম্মেলনে বাজে ব্যাটিংয়ের জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন শান্ত। গোটা দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন তিনি।  

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, 'আমরা দল হিসাবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছি। যারা আমাদের খেলা ফলো করেন, বা সবসময় সাপোর্ট করেন তাঁদের লেট ডাউন করেছি। আমি দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। বিশেষ করে ব্যাটিং গ্রুপ দেশের মানুষকে ভালো কিছু দিতে পারিনি। এর জন্য আমরা সরি ফিল করছি। সামনে চেষ্টা থাকবে কীভাবে এখান থেকে বের হয়ে আসতে পারি।' 

তবে এই ব্যর্থ বিশ্বকাপ মিশনে অধিনায়কের চোখে পজিটিভ হল বোলারদের পারফরম্যান্স। বিশেষ করে  লেগ স্পিনার রিশাদ হোসেনের বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি। 

শান্ত বলেন, 'পজিটিভ দিক বোলাররা খুবই ভালো করেছে। রিশাদ গোটা টুর্নামেন্টে, প্রায় সব ম্যাচেই ভালো বোলিং করেছে। বেশ কিছু পজিটিভ দিকও ছিল।' 

'তবে ব্যাটিং গ্রুপটা আমরা সবাইকে লেট ডাউন করেছি, বলতে গেলে দেশের মানুষকে আমরা কষ্ট দিয়েছি। তবে চেষ্টার কমতি ছিল না, তবে দিন শেষে আমরা পারিনি। তাঁর জন্য দলের পক্ষ থেকে সরি।' 

Details Bottom
Details ad One
Details Two
Details Three