ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কার শঙ্কা
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই
- 5
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই

ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কার শঙ্কা
ইংল্যান্ডে নিরাপত্তা নিয়ে শ্রীলঙ্কার শঙ্কা
আগামী ২১ আগষ্ট ম্যানচেষ্টারে শুরু হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট। রবিবার ইংল্যান্ডে যাওয়ার কথা লঙ্কানদের। তবে টেস্টের আগেই নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে তারা। কারণ ইংল্যান্ডে চলছে অভিবাসী বিরোধী দা'ঙ্গা নিয়ে উত্তেজনা। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শ্রীলঙ্কাকে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আশ্বস্ত করেছে।
তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে শ্রীলঙ্কার ৭ ক্রিকেটার ও ২ সাপোর্ট স্টাফ পৌঁছে গেছেন ইংল্যান্ডে। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করা একজন লঙ্কান ক্রিকেটার ক্রিকইনফোকে বলেছেন,
"বেশিরভাগ সমস্যাই আমরা যেখানে আছি তার কাছাকাছি বলে মনে হচ্ছে না কিন্তু সবাই এখনও একটু উদ্বিগ্ন। কারণ আমরা ডিনারে যেতে পারছি না বা এরকম কিছু করতে পারছি না। বেশিরভাগই আমরা হোটেলে থাকি। কেউ ঝামেলায় পড়তে চায়না।"
সেই ক্রিকেটার আরো জানান, নিজ দেশের ক্রিকেট বোর্ডের কাছে নিরাপত্তার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। তবে এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।
ইএসপিএন ক্রিকইনফোকে শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দা হালাঙ্গোদা জানিয়েছেন, মূল দল যাওয়ার পর পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়েছে ইসিবি। তিনি বলেন,
"তাদের কাছে বিষয়টি নিয়ে আমাদের চিন্তার কথা জানিয়েছি আমি। ইসিবি দ্রুত সাড়া দিয়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা আমাদের পাঠিয়েছে। সেখানে তাদের একজন নিরাপত্তা লিয়াজোঁ কর্মকর্তা থাকবেন আমাদের সঙ্গে।"
ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার ৩ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ম্যানচেস্টারে আগামী ২১ অগাস্ট। এরপর লর্ডসে ২৯ অগাস্ট ও দা ওভালে ৬ সেপ্টেম্বর শুরু হবে পরের দুই ম্যাচ। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত।