উইকেট পেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই

উইকেট পেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব
উইকেট পেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব
লাহোর কালান্দার্সের বিপক্ষে বড় জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করা গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়ার কাছে হারল ৪ উইকেটে। ম্যাচে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব উইকেট পেলেও রান দিয়েছেন ৪ ওভারে ৩৪। শেষ পর্যন্ত দলের হারে ম্লান থেকে যান সাকিব।
গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সের বিপক্ষে তানজিম হাসান সাকিব দখলে নেন দুই উইকেট। আজ ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচেও সাকিব পেয়েছেন ১ উইকেট। তবে জিততে পারেনি তার দল গায়ানা।
আগে ব্যাট করতে নেমে গায়ানা স্কোরবোর্ডে জমা করে ৬ উইকেটে ১৬২। ওপেনার মইন আলি ৩৩ বলে খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস। আরেক ওপেনার রোস্টন চেজ ১০ রান করতেই নিয়েছেন বিদায়। তবে তিনে নামা শাই হোপ দলকে দিয়েছেন স্বস্তি। দ্বিতীয় উইকেট জুটিতে মইন-হোপ মিলে করেন ৭৪ রান।
৩০ বলে ৪০ রান করে হোপ প্যাভিলিয়নে ফিরলে শিমরন হেটমায়ের এসে করেন ১৮ রান। ধীরগতির ব্যাটিংয়ে ১৭ বলে ১০ করেন রোমারিও শেফার্ড। শেষদিকে ২৫ রানের ক্যামিও খেলে দলের সংগ্রহ ১৬০ ছাড়িয়ে দেন হাসান খান।
এরপর ভিক্টোরিয়ার ইনিংসের দ্বিতীয় ওভারেই বল হাতে অ্যাকশনে তানজিম সাকিব। প্রথম দুই ডেলিভারিতেই বাউন্ডারি হজম করে পরের ৪ বলে রান দেননি একটি। দ্বিতীয় ওভার করতে এসেও উইকেটশূন্য থাকা সাকিব এবার রান দেন আরও ৬।
নিজের তৃতীয় ওভার করতে এসে প্রথম ডেলিভারিতেই স্টাম্প ভাঙেন ৩১ রানে থাকা স্কট এডওয়ার্ডসের। উইকেট শিকার করলেও এই ওভারে সাকিব রান দেন ৯। ইনিংসের ১৯তম ওভারে সাকিব ১১ রান খরচ করলে ভিক্টোরিয়ার জয়ের পথ সহজ হয়ে যায়। ৪ ওভারের কোটায় ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েই সাকিবকে এদিন সন্তুষ্ট থাকতে হয়। ১৯.২ ওভারে ভিক্টোরিয়া ম্যাচ জিতে নিল ৪ উইকেটে।