ক্রাইস্টচার্চে যেমন গেল নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন
- 1
৬ ভেন্যু, ২ ডাবল হেডার- আইপিএলের বাকি অংশের সূচি প্রকাশ
- 2
মিচেল-কারেন ও পাকিস্তানকে নিয়ে মন্তব্য; এবার ক্ষমা চাইলেন রিশাদ
- 3
বাংলাদেশকে পাকিস্তান সফরের নতুন সূচি পাঠালো পিসিবি
- 4
২০২৫ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স, উদ্বোধনী ম্যাচ ১০ জুলাই
- 5
যু'দ্ধবিরতির খবর শুনে ‘অস্ট্রেলিয়ার বিমান থেকে নেমে পড়েন’ পন্টিং, থাকেন ভারতেই

ক্রাইস্টচার্চে যেমন গেল নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন
ক্রাইস্টচার্চে যেমন গেল নিউজিল্যান্ড-ইংল্যান্ড টেস্টের প্রথম দিন
কেন উইলিয়ামসনের ব্যাটিং নৈপুণ্যে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চের হেগলি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে টম ল্যাথামের নিউজিল্যান্ড। প্রথম দিনেই কিউই ব্যাটারদের চেপে ধরে ৪ উইকেট সংগ্রহ করেন ইংলিশ বোলার শোয়েব বাশির।
গাস অ্যাটকিনসনের বলে দলীয় ৪ রানের মাথায় শুরুতেই ফিরে যান ওপেনার ডেভন কনওয়ে। উইকেটের পেছনে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে ৪৭ রান করে আউন হন অধিনায়ক টম ল্যাথাম। তৃতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসনের সাথে ৬৮ রান যোগ করে ব্যাক্তিগত ৩৪ রানে ফেরেন রাচিন রবীন্দ্র।
তারপর দ্রুতই ফিরে যান ড্যারিল মিচেল ও কেন উইলিয়ামসন। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে ৯৩ রানে গাস অ্যাটকিনসনের বলে জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। কেনের ইনিংসে ছিলো ১০ টি চারের মার।
তারপর টম ব্লান্ডেল আউট হলে এক প্রান্তে দলের হাল ধরেন গ্লেন ফিলিপস। শোয়েব বাশির টানা ৩ উইকেট তুলে নিলে টেস্টের প্রথম দিনেই অলআউট হওয়ার শঙ্কা জাগে নিউজিল্যান্ডের। তবে গ্লেন ফিলিপস ও টিম সাউদি ব্যাটিং করে কাটিয়ে দিতে পারেন দিনটা। ফিলিপস অপরাজিত থাকেন ৪১ রানে ও সাউদি ১০ রানে।
ইংল্যান্ডের হয়ে ৪ টি উইকেট শিকার করেন শোয়েব বাশির, ২ টি করে উইকেট নেন গাস অ্যাটকিনসন এবং ব্রাইডন কার্স।