টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত, বাকি ৫ দল কারা!

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত, বাকি ৫ দল কারা!
টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ দল চূড়ান্ত, বাকি ৫ দল কারা!
২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়ে গেছে ইতিহাসের প্রথম ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার ক্রিকেট বিশ্বের চোখ ২০২৬ সালের আসরের দিকে। আগামী আসরের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এই দুই দলসহ এখন পর্যন্ত ১৫টি দল জায়গা করে নিয়েছে মূলপর্বে। বাকি আছে আরও পাঁচটি স্থান যার জন্য লড়াই চলছে তিনটি আঞ্চলিক চূড়ান্ত পর্বে।
২০২৬ বিশ্বকাপেও থাকছে ৫৫টি ম্যাচের ব্যস্ত সূচি। চারটি গ্রুপে ভাগ হয়ে শুরু হবে খেলা। এরপর সুপার এইট, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে বিশ্ব চ্যাম্পিয়ন।
মূল পর্বে আগে থেকেই জায়গা নিশ্চিত করা দলগুলো হলো -ভারত, শ্রীলঙ্কা (স্বাগতিক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র (২০২৪ বিশ্বকাপ সুপার এইট), পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড (আইসিসি র্যাংকিং)।
এছাড়া আঞ্চলিক বাছাইপর্বে দুর্দান্ত খেলে মূলপর্বে জায়গা করে নিয়েছে কানাডা (আমেরিকা অঞ্চল), নেদারল্যান্ডস ও ইতালি (ইউরোপ)। এখনো তিনটি আঞ্চলিক ফাইনাল বাকি আফ্রিকা, এশিয়া/প্যাসিফিক এবং পূর্ব এশিয়া-প্যাসিফিক মিলিত অঞ্চল। সেখান থেকেই উঠে আসবে বাকি পাঁচ দল।
আফ্রিকা অঞ্চল কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। গত আসরে জিম্বাবুয়েকে হারিয়ে চমক দেখিয়েছিল উগান্ডা। এবার জিম্বাবুয়ে একধাপ নিচ থেকে উঠে এলেও আঞ্চলিক ফাইনালে ফিরেছে দাপট দেখিয়ে। অন্যদিকে নামিবিয়া ও উগান্ডা আগে থেকেই অপেক্ষায় ছিল।তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সাব-রিজিওনাল থেকে উঠে আসা তাঞ্জানিয়া, মালাউই, নাইজেরিয়া, বোতসোয়ানা ও কেনিয়া।
এই অঞ্চলের বাছাইপর্ব হতে যাচ্ছে সবচেয়ে বৈচিত্র্যময়। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলো মিলিয়ে হচ্ছে ৯ দলের প্রতিযোগিতা। ২০২৪ বিশ্বকাপে খেলা নেপাল, ওমান ও পিএনজি সরাসরি খেলবে এই ফাইনালে।
সাব-রিজিওনাল পর্বে মালয়েশিয়া, কুয়েত, কাতার ও আমিরাত দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। আর পূর্ব এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে উঠে এসেছে জাপান ও সামোয়া।।সামোয়া শেষ মুহূর্তে ভানুয়াটুকে হারিয়ে জয় নিশ্চিত করে, যা রীতিমতো নাটকীয়তার জন্ম দেয়। জাপান আবার দাপটের সঙ্গে নিজেদের গ্রুপে অপরাজিত থেকে উঠে আসে। এই অঞ্চলের অচেনা প্রতিপক্ষ ও ভিন্ন খেলার ধরন টুর্নামেন্টকে করে তুলেছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
ইতোমধ্যে ইউরোপ অঞ্চলের বাছাইপর্ব শেষ হয়েছে। ৫ দলের রাউন্ড-রবিন ফরম্যাটের টুর্নামেন্টে শেষ দিন পর্যন্ত জমে ছিল হিসাব-নিকাশ। ইতালি স্কটল্যান্ডকে হারিয়ে এগিয়ে ছিল, শেষ দিনে তারা হেরে গেলেও রানরেটের হিসেবে এগিয়ে থেকে উঠে যায়। অপরদিকে, স্বাগতিক নেদারল্যান্ডস জার্সির বিপক্ষে দারুণ খেলায় জয় তুলে নেয় এবং নিশ্চিত করে বিশ্বকাপে জায়গা।
যারা ইতিমধ্যে কোয়ারিফাই করেছে-
স্বাগতিক-ভারত, শ্রীলঙ্কা
২০২৪ বিশ্বকাপ সুপার এইট-
আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র
র্যাংকিং (৩০ জুন ২০২৪ পর্যন্ত)-
পাকিস্তান, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড
আঞ্চলিক বিজয়ী-
কানাডা, নেদারল্যান্ডস, ইতালি
এখনো নির্ধারিত হয়নি-
আফ্রিকা (২), এশিয়া-প্যাসিফিক (৩)
আগামী দুই মাসের মধ্যেই নির্ধারিত হবে কারা হচ্ছে শেষ পাঁচ প্রতিনিধি। ২০ দলের আসর আবারো যে উত্তেজনায় ভরপুর হবে, তা বলা যায় নিঃসন্দেহে। কে জিতবে এই শেষ লড়াই? এখন সেই অপেক্ষা।