বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচগুলো কোথায়, কীভাবে দেখবেন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচগুলো কোথায়, কীভাবে দেখবেন
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচগুলো কোথায়, কীভাবে দেখবেন
বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ মাঠে গড়াবে। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই, একই ভেন্যুতে।
সিরিজের ম্যাচগুলো দেখা যাবে সরাসরি মাঠে বসে। অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে টিকিট। পূর্ব গ্যালারির টিকিট মূল্য ৩০০ টাকা থেকে শুরু হয়ে আন্তর্জাতিক লাউঞ্জের সর্বোচ্চ ৩৫০০ টাকা পর্যন্ত।
তবে মাঠে উপস্থিত হতে না পারলেও ভক্তদের জন্য রয়েছে টেলিভিশন ও অনলাইন স্ট্রিমিংয়ের সুবিধা। দেশের ভেতরে টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে প্রতিটি ম্যাচ। পাশাপাশি মোবাইল ব্যবহারকারীরা ট্যাপম্যাড ও টি-স্পোর্টস অ্যাপ থেকেও ম্যাচ উপভোগ করতে পারবেন।
আন্তর্জাতিক সম্প্রচারের ক্ষেত্রেও রয়েছে বিস্তৃত আয়োজন। পাকিস্তানে এ স্পোর্টস ও টেন স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখানো হবে ম্যাচগুলো। তামাশা অ্যাপেও পাওয়া যাবে স্ট্রিমিংয়ের সুবিধা। উত্তর আমেরিকার দর্শকরা উইলো টিভির মাধ্যমে খেলা দেখতে পারবেন, আফ্রিকায় সম্প্রচারে থাকবে সুপারস্পোর্ট এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় থাকবে ক্রিকবাজের লাইভ স্ট্রিমিং।
বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ সবসময়ই ভিন্নমাত্রার উত্তেজনা তৈরি করে। টি-টোয়েন্টি ফরম্যাটে এই সিরিজও এর ব্যতিক্রম নয়। শক্তিমত্তায় সমান দু’টি দল, হোম কন্ডিশনে বাংলাদেশ আর স্পিন-বান্ধব উইকেট। সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় মিরপুর।