ব্রায়ান লারাদের হারিয়ে চ্যাম্পিয়ন শচীন টেন্ডুলকারের দল
- 1
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 2
আইপিএলের রঙ্গমঞ্চে গেইলের শেষ অঙ্কটা বিষাদের
- 3
বিসিবি নির্বাচনে অংশ নেবেন তামিম, সরে দাঁড়ালেন আকরাম খান
- 4
এশিয়া কাপে দুই বাংলাদেশি আম্পায়ার, ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্বেও তারা
- 5
রেকর্ডবুকে নতুন দাগ, ৩৪২ রানের হারে মুখ খুললেন দক্ষিণ আফ্রিকার কোচ

ব্রায়ান লারাদের হারিয়ে চ্যাম্পিয়ন শচীন টেন্ডুলকারের দল
ব্রায়ান লারাদের হারিয়ে চ্যাম্পিয়ন শচীন টেন্ডুলকারের দল
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন শচীন টেন্ডুলকারের ভারত মাস্টার্স দল। ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে ফাইনালে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতল ভারতীয় কিংবদন্তিরা। বুড়ো বয়সেও ইউসুফ পাঠান, যুবরাজ সিংরা মাতেন ট্রফি উদযাপনে।
ফাইনালে আগে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে সংগ্রহ করে ১৪৮ রান। ওপেন করতে নামা ব্রায়ান লারা ৬ বলে ৬ রান করেন। ক্যারিবীয় কিংবদন্তির দ্রুত বিদায়ের পর দলটির হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন লেন্ডল সিমন্স।
এ ছাড়া ৩৫ বলে ৪৫ রান আসে আরেক ওপেনার ডোয়াইন স্মিথের ব্যাট থেকে। ভারতীয় পেসার বিনয় কুমার নেন ২৬ রানে ৩ উইকেট। এছাড়া শাহবাজ নাদিম ৪ ওভারে মাত্র ১২ রান খরচায় নেন জোড়া উইকেট। শেষদিকে দিনেশ রামদিন ১২ রান করলেও বল খেলেছেন ১৭টি।
সহজ লক্ষ্য তাড়ায় নেমে উদ্বোধনী জুটিতেই ভারত মাস্টার্সকে ৬৭ রানে এনে দেন টেন্ডুলকার ও রায়ডু। ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করে টিনো বেস্টের বলে উইকেট হারান ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার। তবে আরেক ওপেনার আম্বাতি রায়ডু ৫০ বলে ৭৪ রান করে ভারতের জয়ের পথ সহজ করে দেন।
আম্বাতি রায়ডুর বিদায়ের পর ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ সিং (১৩*) ও স্টুয়ার্ট বিনি (১৬*)। ২.৫ ওভার হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় ভারত। আর তাতেই চ্যাম্পিয়ন ভারত মাস্টার্স দল।