বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড ক্রিকেট
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড ক্রিকেট
বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড ক্রিকেট
বাংলাদেশে নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত চলে যায় সংযুক্ত আরব-আমিরাতের ভেন্যুতে। এবার বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থবির হয়ে পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল বিসিবি নতুন সভাপতি পেলেও ভ্রমণ সতর্কতার কারণে বাংলাদেশে সিরিজ খেলতে আসতে পারছে না নিউজিল্যান্ড 'এ' দল।
২টি চার দিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলতে নিউজিল্যান্ড 'এ' দলের আগামী ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে আসার কথা ছিল। সিরিজের ভেন্যু নির্ধারণ করা হয়েছিল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। কিন্তু এবার তারা আসছে না।
৫ আগস্ট দেশে সরকার পরিবর্তনের পর বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকে বাংলাদেশে ভ্রমণ সতর্কতা দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ভারত। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন, এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশগুলো তাদের নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।
আর ঠিক এ কারণেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আপাতত বাংলাদেশ সফর স্থগিত রেখেছে। তবে বিসিবি আশা করছে পরে কোনো এক ফাঁকা উইন্ডোতে তারা আসবে। অক্টোবরে ভারত সফরের প্রস্তুতি হিসাবে বাংলাদেশে সিরিজ রেখেছিল কিউইরা।
