ভারত সিরিজের আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধা'ক্কা
-
1
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
2
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
3
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
ভারত সিরিজের আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধা'ক্কা
ভারত সিরিজের আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধা'ক্কা
ভারত সিরিজের আগে বড় ধা'ক্কা খেয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোট পেয়ে ইনজুরির কারণে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন অজি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। একারণে ভারতের বিপক্ষে আসন্ন বর্ডার গাভাস্কার ট্রফিতে গ্রিনের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।
২২ নভেম্বর থেকে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। গ্রিনের চোট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বলছে, পার্থে না পৌঁছানো পর্যন্ত গ্রিনের চোট নিয়ে কিছু বলা যাবে না। যদিও ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে এখনও প্রায় ২ মাস বাকি।
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পরে গ্রিন ব্যাথার কথা জানিয়েছেন। সেই ম্যাচে ব্যাট হাতে ৪৫ রান করে বল হাতে ৪৫ রানে ২ উইকেট নেন। প্রাথমিক স্ক্যানে গ্রিনের পিঠে চোট পাওয়া গেছে। তাই ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে দেশে ফিরতে হয় তাকে।
এই নিয়ে ইংল্যান্ড সফরে অস্ট্রেলিয়ার ৫ জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যামেরুন গ্রিনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। এই সিরিজেই নাথান এলিস, জেভিয়েন বার্টলেট, রিলে মেরেডিথ ও বেন দ্বারিয়াস চোট পেয়েছেন।
গ্রিনের জন্য গাভাস্কার ট্রফি আলাদা গুরুত্ব বহন করে কেননা তার অভিষেক হয় ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেই।
