বাংলাদেশ হারলেও জাকের আলি জিতেছেন পুরস্কার
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
বাংলাদেশ হারলেও জাকের আলি জিতেছেন পুরস্কার
বাংলাদেশ হারলেও জাকের আলি জিতেছেন পুরস্কার
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল হারলেও পুরস্কার জিতেছেন জাকের আলি অনিক। মুস্তাফিজুর রহমানের বলে সুরিয়াকুমার যাদবের উড়িয়ে মারা বল দারুণ ভাবে ক্যাচ ধরে 'স্মার্ট সেভার অব দ্যা ম্যাচ' পুরস্কার হাতে তুলেছেন জাকের।
ভারতের ইনিংসের ৬ষ্ঠ ওভারের তৃতীয় ডেলিভারি করছিলেন মুস্তাফিজ, বল ডিপ স্কয়ার লেগে উড়িয়ে মারলেন অধিনায়ক সুরিয়াকুমার যাদব। বলটি সঙ্গে-সঙ্গে তালুবন্দি করলেন ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার জাকের আলি অনিক।
জাকের আলির ক্যাচেই সমাপ্তি ঘটে সুরিয়াকুমারের ২৯ রানের ক্যামিও ইনিংসের। ২৯ করতে সুরিয়াকুমার বল খেলেছেন কেবল ১৪টি, স্ট্রাইক রেট ২০৭.১৪। তার ইনিংসে ছিলো ২ টি চার ও ৩ টি ছক্কার মার।
জাকের আলি সুরিয়াকুমারের ক্যাচ ধরে 'স্মার্ট সেভার অব দ্যা ম্যাচের' পুরস্কার পেলেও ব্যাট হাতে কোনো অবদান রাখতে পারেননি। ৬ বলের সংক্ষিপ্ত ইনিংসে ১ টি ছক্কা মেরে আউট হয়েছেন ৮ রান করে।
গোয়ালিয়রে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ওভারের ১ বল বাকি রেখে ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে হেসেখেলে মাত্র ১১.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারত।
