নিউজিল্যান্ড টেস্টের প্রাথমিক দলে নেই রাশিদ খান
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
5
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
নিউজিল্যান্ড টেস্টের প্রাথমিক দলে নেই রাশিদ খান
নিউজিল্যান্ড টেস্টের প্রাথমিক দলে নেই রাশিদ খান
নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে ২০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।একমাত্র টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের গ্রেটার নয়ডায় ৯ থেকে ১৩ সেপ্টেম্বর। আফগানিস্তানের ২০ সদস্যের দলটি ২৮ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা হবে এবং গ্রেটার নয়ডায় এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবে। তবে এই দলে জায়গা হয়নি আফগানদের স্পিন উইজার্ড রাশিদ খানের।
আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান গেল সপ্তাহে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ২০২৪ দ্য হান্ড্রেড থেকে ছিটকে যান। আর ঠিক একই কারণে নেই জাতীয় দলের অ্যাসাইনমেন্টেও।
এসিবির নির্বাচক কমিটি জানিয়েছে, খেলোয়াড়দের পারফরম্যান্স ও ফিটনেস বিবেচনা করে ক্যাম্প শেষে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচক আহমেদ শাহ সুলিমানখেল বলেন, 'অনুশীলন ক্যাম্পের জন্য ২০ জন খেলোয়াড়কে বাছাই করা হয়েছে এবং তাদের পারফরম্যান্স ও ফিটনেস দেখে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ খেলার জন্য ১৫ সদস্যের স্কোয়াড বাছাই করা হবে।'
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জনাব মিরওয়াইস আশরাফ বলেন, 'স্কোয়াডে কিছু তরুণকে দেখে আমি খুশি যারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করেছে এবং এই টেস্ট ম্যাচের জন্য টেস্ট স্কোয়াডের অংশ হওয়ার সুযোগ পেয়েছে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিউজিল্যান্ডের সাথে তার প্রথম দ্বিপাক্ষিক ইভেন্ট শুরু করতে পেরে আনন্দিত। এবং তারা টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের প্রতিযোগিতামূলক ম্যাচের জন্য অপেক্ষা করছে।'
নিউজিল্যান্ড টেস্টের জন্য আফগানিস্তানের প্রাথমিক দল-
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, আব্দুল মালিক, রহমত শাহ, বাহির শাহ মাহবুব, ইকরাম আলিখিল, শহীদউল্লাহ কামাল, গুলবেদিন নায়েব, আফসার জাজাই , আজমতউল্লাহ ওমরজাই, জিয়াউর রহমান আকবর, শামসুর রহমান, কায়েস আহমেদ, জহির খান, নিজাত মাসুদ, ফরিদ আহমেদ মালিক, নাভিদ জাদরান, খলিল আহমেদ এবং ইয়ামা আরব।
