ইচ্ছে পূরণ হচ্ছে সাকিবের!
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
ইচ্ছে পূরণ হচ্ছে সাকিবের!
ইচ্ছে পূরণ হচ্ছে সাকিবের!
পূরণ হচ্ছে সাকিব আল হাসানের ইচ্ছা, মিরপুরে খেলেই বিদায় নেবেন টেস্ট ক্রিকেট থেকে। এমন টাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ। তিনি জানিয়েছেন স্টেডিয়ামে ভেতরে, ইনডোরে, অনুশীলনে সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে বিসিবি। তবে সামগ্রিক নিরাপত্তার বিষয়টি আসতে হবে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।
সোমবার বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, "সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসর নেওয়ার।"
কিছু বিষয় বিসিবি দেখলেও সর্বোচ্চ পর্যায় থেকে সাকিবের নিরাপত্তার বিষয়টি আসতে হবে জানিয়ে ফারুক আহমেদ বলেন, "লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হল সর্বোচ্চ পর্যায়ের থেকে। আমি তো একটা ছোট মানুষ বোর্ড সভাপতি, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হচ্ছে, সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকারের পর্যায় থেকে আসতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা আছেন তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্বটা নেওয়ার। সেটা যখন আমরা পেয়েছি আর আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভিতরে যখন খেলবে, ইনডোরে যাবে, অনুশীলনের মাঠে যাবে এই দায়িত্বটা নেওয়া খুব সহজ। এটা আমরা নিতে পারব।"
উল্লেখ্য, সরকার পরিবর্তনের পর হত্যা মামলায় আসামী করা সাকিব আল হাসানকে। একারণে দেশে আসলে হতে পারেন গ্রেফতার তাছাড়া নিরাপত্তা ঝুঁকি তো থাকছেই। সব কিছু মিলিয়ে সাকিবের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা নিয়ে ছিলো শঙ্কা। বিসিবি সভাপতির কথায় যা আজ অনেকটাই কেটে গেলো।
