বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের মেয়েরা
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 5
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট

বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের মেয়েরা
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের মেয়েরা
আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রানে আঁটকে যায় বাংলাদেশের মেয়েরা। জবাবে মাত্র ৭.১ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় ভারত।
ভারতীয় বোলারদের বোলিং আক্রমণে শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৯ রানেই ৩ উইকেট পড়ে টাইগ্রেসদের। চতুর্থ উইকেটে ১৩ রান যোগ করেন সুমাইয়া আক্তার সুবর্না ও আফিয়া আসিমা ইরা। এই জুটি ভাঙলে আবারো সপ্তম উইকেটে ৩১ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়া ও অধিনায়ক সুমাইয়া আক্তার।
১৪ রান করে আউট হন মাওয়া। সুমাইয়া খেলেন ২৯ বলে ২১ রানের ইনিংস। টাইগ্রেস ব্যাটারদের প্রচন্ড ধীর গতির ব্যাটিংয়ের জন্য ২০ ওভার শেষে মাত্র ৬৪ রান সংগ্রহ করতে পারে তারা। ভারতের পক্ষে ৩ টি উইকেট নেন বিষ্ণবি শর্মা।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দারুন সুচনা করে ভারতের নারীরা। ওপেনিংয়ে নেমে তৃষা গোন্ডাগি খেলেন ৩১ বলে ৪০ রানের ইনিংস। তার ইনিংসে ছিলো ৮ টি চারের মার। তাছাড়া সানিকা চলকে করেন ৫ বলে ১১ রান। মাত্র ৪৩ বল খেলেই জয় নিশ্চিত করে ভারত।
বাংলাদেশের হয়ে ১ টি করে উইকেট পান আনিশা আক্তার সোবা এবং হাবিবা ইসলাম পিংকি।