ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 8 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
ম্যাচের এক পর্যায়ে জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। টিম ডেভিডের ছক্কার বৃষ্টি আর মার্কাস স্টয়নিসের জোড়া ফিফটিতে হোবার্টের দর্শকরা তখন রঙিন স্বপ্ন দেখছে। কিন্তু সবকিছু উলটে দিলেন ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ঝড়ো ইনিংসে তিনি একাই বদলে দিলেন ম্যাচের চিত্র, ভারতের জয় নিশ্চিত করলেন ৯ বল বাকি থাকতে।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল ধীর। তবে স্থানীয় তারকা টিম ডেভিড হাতে ব্যাট তুলে নিতেই বদলে যায় গতি। ৩৮ বলে ৭৪ রানের ঝোড়ো ইনিংসে তিনি হাঁকান পাঁচটি ছক্কা, যার একটি উড়ে যায় ১২৯ মিটার দূরে। তাঁর বিদায়ের পর স্টয়নিসের ৩৯ বলে ৬৪ রানের ইনিংস দলকে এগিয়ে নেয়। শেষ দিকে ম্যাট শর্ট ১৫ বলে অপরাজিত ২৬ রান যোগ করলে অজিরা নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৮৬ রানে পৌঁছায়।
বোলিংয়ে ভারতের পক্ষে সবচেয়ে কার্যকর ছিলেন বরুণ চক্রবর্তী। প্রথম দুটি বলেই ডেভিড তাঁকে ছক্কা হাঁকালেও পরে দারুণভাবে ফিরে এসে চার ওভারে ৩৩ রানে দুটি উইকেট নেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ভারত কিছুটা চাপে পড়ে। শুভমান গিল ও অভিষেক শর্মা দ্রুত ফিরে যান। নাথান এলিস চার ওভারে ৩৬ রানে তিনটি উইকেট তুলে নেন এবং ভারতের ইনিংসে চাপ তৈরি করেন। তবে ভারতের মিডল অর্ডার একে একে দায়িত্ব নেন, আর সেখানেই ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে আসে অতিথিদের হাতে।
শেষ পর্বে দৃশ্যপট পুরোপুরি দখলে নেন ওয়াশিংটন সুন্দর। টিম ডেভিডের সহজ ক্যাচ ফেলে দেওয়ার হতাশা পেছনে ফেলে ব্যাট হাতে দারুণ জবাব দেন তিনি। শন অ্যাবটের টানা দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তাঁর সঙ্গে অপরাজিত ছিলেন জিতেশ শর্মা, যিনি ১৩ বলে ২২ রান করে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন ৯ বল বাকী থাকতে।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে শন অ্যাবট সবচেয়ে ব্যয়বহুল ছিলেন, ৩.৩ ওভারে দেন ৫৬ রান। হ্যাজলউড ও অ্যাডাম জাম্পার অনুপস্থিতিতে তাদের আক্রমণ কার্যকর হতে পারেনি। মিচেল ওয়েনের দিনটাও ছিল হতাশার। ব্যাট হাতে প্রথম বলেই আউট হওয়ার পর শেষ দিকে জিতেশের একটি সহজ ক্যাচ ফেলেন তিনি, তখন ভারতের জয় প্রায় নিশ্চিত।
ওয়াশিংটনের ইনিংস ভারতের শুধু জয়ই এনে দেননি, বরং সূর্যকুমার যাদবের দলকে ফিরিয়ে দিয়েছে আত্মবিশ্বাস ও নিয়ন্ত্রণ। সিরিজের পরের ম্যাচের আগে এই ইনিংস ভারতের ড্রেসিংরুমে ছড়িয়ে দিয়েছে নতুন উদ্দীপনা।
