সিলেটেই পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 5 দিন আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
2
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
-
3
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
4
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
-
5
টানা পাঁচ ফিফটির পর সেঞ্চুরি, জাকিরের ব্যাটে জিইয়ে সিলেটের শিরোপার আশা
সিলেটেই পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর
সিলেটেই পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর
নানা জল্পনা–কল্পনার পর অবশেষে নিশ্চিত হয়েছে, সিলেট থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। হোটেল সংকটের কারণে উদ্বোধনী ভেন্যু পরিবর্তনের আভাস পাওয়া গেলেও শেষ পর্যন্ত পূর্বঘোষণা অনুযায়ীই সিলেটের মাঠেই গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটি।
আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। প্রায় এক মাসব্যাপী আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি, ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
মঙ্গলবার বিপিএলের দ্বাদশ আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৭ সালের পর এবারই দ্বিতীয়বার সিলেটে উদ্বোধন হতে যাচ্ছে দেশের জনপ্রিয় এই টি-টোয়েন্টি লিগ।
প্রাথমিক পর্বে সিলেট, চট্টগ্রাম ও ঢাকায় ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেটে ছয় দিনে ছয়টি ম্যাচ আয়োজনের পর ৫ জানুয়ারি থেকে শুরু হবে চট্টগ্রাম পর্ব, এরপর ১৫ জানুয়ারি থেকে ঢাকায় অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্বের শেষ ছয়টি ম্যাচ, যেখানে কোনো বিরতি থাকবে না।
ম্যাচগুলোর সময়সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৬টায়; তবে শুক্রবারগুলোতে প্রথম ম্যাচ বেলা ২টা ও দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায় শুরু হবে।
প্রাথমিক পর্ব শেষে ১৯ জানুয়ারি প্লে-অফ পর্বের মাধ্যমে ঢাকায় শুরু হবে টুর্নামেন্টের শেষ অধ্যায়—এলিমিনেটর দুপুর ১টায় এবং প্রথম কোয়ালিফায়ার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
২১ জানুয়ারি সন্ধ্যায় হবে দ্বিতীয় কোয়ালিফায়ার, আর ২৩ জানুয়ারি নির্ধারিত হবে নতুন চ্যাম্পিয়ন। প্রতিটি প্লে-অফ ম্যাচ ও ফাইনালের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।
মিরপুরের স্পিন সহায়ক উইকেটের বিপরীতে সিলেট ও চট্টগ্রামের ব্যাটিংবান্ধব পিচে অধিক সংখ্যক ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সামগ্রিকভাবে, নানা জল্পনা-কল্পনার পর সিলেটেই বিপিএলের রঙিন সূচনা হতে যাচ্ছে, যা স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি উৎসাহের জন্ম দিয়েছে।
