তাসকিনের ৭, বিজয়-বার্লের ব্যাটে ঢাকাকে ৭ উইকেটে হারাল রাজশাহী
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

তাসকিনের ৭, বিজয়-বার্লের ব্যাটে ঢাকাকে ৭ উইকেটে হারাল রাজশাহী
তাসকিনের ৭, বিজয়-বার্লের ব্যাটে ঢাকাকে ৭ উইকেটে হারাল রাজশাহী
বিপিএলে তাসকিন আহমেদের রেকর্ড গড়া ৭ উইকেট! তার দল দুর্বার রাজশাহী ম্যাচ জিতল ৭ উইকেটে। তাসকিনের রেকর্ডের পরেও আজ ঢাকা ক্যাপিটালস করেছে ৯ উইকেটে ১৭৪ রান। লক্ষ্য তাড়ায় নেমে অধিনায়ক এনামুল হক বিজয় আর রায়ান বার্লের জোড়া ফিফটিতে ৭ উইকেটের সহজ জয় নিশ্চিত করে রাজশাহী। অধিনায়ক বিজয়ের ব্যাটে ব্যাক-টু-ব্যাক ফিফটি।
ঢাকা ক্যাপিটালসকে টানা দুই পরাজয়ের স্বাদ দিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেল দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়েছেন তাসকিন। ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ১৯ রান। অতিমানবীয় বোলিং উপহার দেওয়া তাসকিন পেলেন ম্যাচ সেরার পুরস্কার।
১৭৫ রানের টার্গেট টপকাতে নেমে ১৮.১ ওভারের বেশি লাগেনি রাজশাহীর। অধিনায়ক এনামুল হক বিজয় বাউন্ডারি হাঁকিয়ে ১১ বল আগেই দলকে জিতিয়ে দেন। তবে দুর্বার রাজশাহীর দুই ওপেনার এদিন বিদায় নিয়েছেন ইনিংসের শুরুতেই। মোহাম্মদ হারিস ১২ রান করতে পারলেও জিশান আলম হয়েছেন ডাক। এরপর ইয়াসির আলি রাব্বির ব্যাট থেকে আসে ২২ রান।
দলীয় ৭৩ রানে ৩ উইকেট হারানো রাজশাহীকে এরপর আর বিপদে পড়তে হয়নি। দাপুটে ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন ক্যাপ্টেন বিজয়। ৩৫ বলে ফিফটি পূর্ণ করে ৭৩ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন। ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় এই ইনিংস সাজান রাজশাহীর অধিনায়ক। তাকে শেষদিকে দারুণ সঙ্গ দেওয়া রায়ান বার্ল ৩১ বলে পঞ্চাশ ছুঁয়ে অপরাজিত থাকেন ৫৫ রানে।
মাত্র ৫৮ বল খেলে ১০৬ রানের হার-না-মানা জুটিতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এনামুল বিজয় ও রায়ান বার্ল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের কাছে ৪ উইকেটে হারলেও পরের ম্যাচেই জয়ের দেখা পেল রাজশাহী।
আজ মিরপুর শের-ই-বাংলায় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। আর তাতেই মোহাম্মদ আমিরের রেকর্ড ভেঙে বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার এখন তাসকিনের নামে। এছাড়া, স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তাসকিন আহমেদ।