নারী ক্রিকেটে অশোভন আচরণ:তদন্ত কমিটিতে আরো দুই জনের সংযোজন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নারী ক্রিকেটে অশোভন আচরণ:তদন্ত কমিটিতে আরো দুই জনের সংযোজন

নারী ক্রিকেটে অশোভন আচরণ:তদন্ত কমিটিতে আরো দুই জনের সংযোজন

নারী ক্রিকেটে অশোভন আচরণ:তদন্ত কমিটিতে আরো দুই জনের সংযোজন

নারী ক্রিকেটে অশোভন আচরণের অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত কমিটিতে আরো দুই জন প্রফেসর ডঃ নাইমা হক এবং ব্যারিস্টার মুহম্মদ মুস্তাফিজুর রহমান খান যুক্ত হয়েছেন।

প্রফেসর ডঃ নাইমা হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমানে বাংলাদেশ আইন কমিশনের সদস্য। অন্যদিকে, ব্যারিস্টার মুহম্মদ মুস্তাফিজুর রহমান খান বাংলাদেশের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তাদের সংযোজনের মাধ্যমে কমিটির সদস্য সংখ্যা পাঁচজন হলো।

কমিটির নেতৃত্বে রয়েছেন বিচারপতি তারিক উল হাকিম, প্রাক্তন আপিলেট ডিভিশনের বিচারক। এছাড়া কমিটিতে থাকছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি, এবং বিসিবি পরিচালক রুবাবা দৌলা।

কমিটি নারী ক্রিকেটে অভিযোগ বিষয়ক তদন্ত সম্পন্ন করে তার সুপারিশপত্র বিসিবিকে দেবে।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে দেশের ক্রীড়াঙ্গনে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম মঞ্জু। সেখানে মঞ্জু ছাড়াও আরো একাধিক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন। অভিযোগের সঙ্গে জড়িতদের তালিকায় আরও রয়েছেন দলের কোচ, ম্যানেজার ও ফিজিও।