নিলামের নাটকীয় দিনে শেষ পর্যন্ত দল পেলেন দুই তারকা মাহমুদউল্লাহ ও মুশফিক
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
2
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
-
3
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
4
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
-
5
টানা পাঁচ ফিফটির পর সেঞ্চুরি, জাকিরের ব্যাটে জিইয়ে সিলেটের শিরোপার আশা
নিলামের নাটকীয় দিনে শেষ পর্যন্ত দল পেলেন দুই তারকা মাহমুদউল্লাহ ও মুশফিক
নিলামের নাটকীয় দিনে শেষ পর্যন্ত দল পেলেন দুই তারকা মাহমুদউল্লাহ ও মুশফিক
দ্বাদশ বিপিএলের নিলাম ঘিরে উত্তেজনা চরমে থাকলেও প্রথম ডাকেই দলহীন থাকা দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল আলোচনা।
মুশফিক একটি রহস্যময় পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, “আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য।”
তবে নিলামের শেষভাগে বদলে যায় চিত্র। অভিজ্ঞতা ও দীর্ঘদিনের অবদান বিবেচনায় দুজনকেই রাখা হয় আগের ক্যাটাগরিতেই, ‘বি’ থেকে ‘সি’ তে নামার কথা থাকলেও আর তা হয়নি।
শেষ পর্যন্ত ৩৫ লাখ টাকায় মাহমুদউল্লাহকে দলে ভেড়ায় রংপুর রাইডার্স। অন্যদিকে স্থানীয়দের নিলাম শেষ হওয়ার পর মুশফিকের দিকে হাত বাড়ায় রাজশাহী ওয়ারিয়র্স। দলের অন্তর্ভুক্তি নিশ্চিত হওয়ার পরই রংপুর রাইডার্স সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে মাহমুদউল্লাহকে স্বাগত জানায় “মাহমুদউল্লাহ রিয়াদ রংপুর রাইডার্সে যোগ দিলেন। রাইডার্স পরিবারে স্বাগতম মিস্টার সিনিয়র!”
