প্রথম সেশনের মত দ্বিতীয় সেশনেও দাপট বাংলাদেশের, সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে দুই ওপেনার
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
প্রথম সেশনের মত দ্বিতীয় সেশনেও দাপট বাংলাদেশের, সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে দুই ওপেনার
প্রথম সেশনের মত দ্বিতীয় সেশনেও দাপট বাংলাদেশের, সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছে দুই ওপেনার
ওপেনিং জুটিতে শতরান তুলে দলকে দারুণ সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। প্রথম সেশনে তারা দুজনেই তুলে নেন ফিফটি। জয় ও সাদমান আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে মধ্যাহ্ন বিরতিতে নিয়ে যান দলকে বিনা উইকেটে ১০৯ রানে। জয় ৫০ এবং সাদমান ইসলাম ৫৮ রানে অপরাজিত থেকে লাঞ্চে ফেরেন, দলকে এনে দেন শক্ত ভিত।
দ্বিতীয় সেশনেও চলছে এই দুই ওপেনারের ব্যাটিংয়ের দাপট। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশ দলের রান কোনো উইকেট না হারিয়ে ১৪০। জয় ও সাদমান অপরাজিত আছেন যথাক্রমে ৬৮ ও ৭০ রানে। দুজনেই এগিয়ে যাচ্ছে সেঞ্চুরির দিকে। আয়ারল্যান্ড অলআউট হয় ২৮৬ রানে।
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। প্রথম দিন শেষ করেছিলেন আয়ারল্যান্ডের আট উইকেট তুলে নিয়ে, দ্বিতীয় দিন সকালে বাকি দুই উইকেটও তুলে নেয় স্বাগতিকরা মাত্র ২.২ ওভারের মধ্যেই।
দিনের শুরুতেই আইরিশদের ইনিংস গুটিয়ে দেন বাংলাদেশের বোলাররা। ৯২তম ওভারে ম্যাথু হামফ্রেসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। রিভিউ নিয়েও রক্ষা পাননি হামফ্রেস। পরের ওভারে ব্যারি ম্যাককার্থিকে বোল্ড করেন পেসার হাসান মাহমুদ।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুইটি করে উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং অভিষিক্ত বামহাতি স্পিনার হাসান মুরাদ।
চমৎকার বোলিংয়ের পর ব্যাট হাতে এমন সূচনা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে শুভ বার্তা ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি টাইগারদের হাতেই।
