গাজানফারের ফাইফারে সিরিজ জিতল আফগানিস্তান
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
গাজানফারের ফাইফারে সিরিজ জিতল আফগানিস্তান
গাজানফারের ফাইফারে সিরিজ জিতল আফগানিস্তান
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০'তে জিতে নিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচটি পরিত্যাক্ত হয় বৃষ্টির কারণে। দ্বিতীয়টিতে জয় পায় আফগানিস্তান। আর তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে আফগানিস্তান।
হারারে স্পোর্টিং ক্লাবে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আল্লাহ মোহাম্মদ গাজানফারের বোলিং ঘূর্ণিতে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ২৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে ৩৬ রান তোলেন শেন উইলিয়াম ও সিকান্দার রাজা।
রাজা ১৩ রানে ফিরলে আবারো তাসের ঘরের মত ভেঙে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। মাত্র ৩০.১ ওভারে ১২৭ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন উইলিয়াম।
আফগানিস্তানের পক্ষে ৫ উইকেট নেন আল্লাহ মোহাম্মদ গাজানফার, ৩ টি নেন রাশিদ খান।
১২৮ রান তাড়া করতে নেমে ৮৪ রানের ওপেনিং জুটি গড়েন দুই আফগান ব্যাটার সেদিকউল্লাহ অটল ও আব্দুল মালিক। মালিক আউট হন ২৯ রানে। অর্ধশতক পূর্ন করে ৫২ রানে ফেরেন সেদিকউল্লাহ অটল।
তৃতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়ে লক্ষ্য তাড়া করে ফেলে রহমত শাহ ও হাশমতউল্লাহ শহীদি। রহমত অপরাজিত থাকেন ১৭ রানে এবং শহীদি ২০।
জিম্বাবুয়ের হয়ে ১ টি করে উইকেট পান রিচার্ড এনগারাভা এবং ত্রিভর গোয়ানডু।
