ইনিংস ডিক্লেয়ার দিয়ে প্রথম ওভারেই বাংলাদেশের উইকেট উদযাপন
-
1
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
-
2
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
3
সাকিব আল হাসান রয়্যাল চ্যাম্পসের অধিনায়ক
-
4
জাহানারার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিসিবি
-
5
আবরার ও আয়ুবের জাদুতে প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার সিরিজ জিতল পাকিস্তান
ইনিংস ডিক্লেয়ার দিয়ে প্রথম ওভারেই বাংলাদেশের উইকেট উদযাপন
ইনিংস ডিক্লেয়ার দিয়ে প্রথম ওভারেই বাংলাদেশের উইকেট উদযাপন
ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে বাংলাদেশ রান করেছে ২৫৩। সুযোগ ছিল আরও বেশি সময় ব্যাট করার, জাকের আলি, মাহিদুল অঙ্কনের ফিফটি ছোঁয়ার। তবে ৭ উইকেটে বাংলাদেশের রান যখন ২৫৩, ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দেন অধিনায়ক। এরপর বোলিংয়ে নেমে শুরুর ওভারেই বাজিমাত, হাসান মাহমুদ তুলে নিলেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের উইকেট।
অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটিং প্রস্তুতি বেশ ভালো হয়েছে বলা যাবে না। কারণ আগের সব ম্যাচের মতো এদিনও ব্যর্থ হয় টাইগারদের টপ অর্ডার। তবে মিডল অর্ডারের দায়িত্বশীল ব্যাটিংয়ে দুইশো ছাড়ে বাংলাদেশের রান যখন ২৫৩, ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে বল করতে নামে বাংলাদেশ। ব্যাট হাতে ছন্দে ছিলেন লিটন দাস, শাহাদাত হোসেন দিপু, জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন।
বল হাতে নিয়ে শুরুর ওভারেই দলকে সাফল্য এনে দেন পেসার হাসান মাহমুদ। গুড লেন্থের ডেলিভারি সামলাতে ব্যর্থ ব্র্যাথওয়েট, ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটকিপার জাকের আলি অনিকের গ্লাভসে। উইন্ডিজ অধিনায়ক ডাক হয়ে ফেরত যান প্যাভিলিয়নে। এরপর অবশ্য খেলা হয় কেবল ১ ওভার। দিনের খেলা সমাপ্ত ঘোষণার আগে ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজ একাদশের রান ১ উইকেটে ৫।
এখনও তারা বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে পিছিয়ে আছে ২৪৮ রানে, হাতে বাকি ৯ উইকেট।
লিটন দাস ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৩১ রান করে ইচ্ছাকৃতভাবে রিটায়ার্ড হয়ে ফেরত যান প্যাভিলিয়নে। ব্যাটিংয়ের সুযোগ করে দেন দুই তরুণ ব্যাটার জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে। ব্যক্তিগত ৪৮ রানে জাকের আলি রিটায়ার্ড হলে ভাঙে অঙ্কনের সাথে গড়া ৮১ রানের জুটি। ৮৭ বলে ৪১ করে মাহিদুল অঙ্কনও হাটেন একই পথে।
১১ রানের বেশি করতে পারেননি অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে তাইজুল ইসলাম অপরাজিত থাকেন ১৫ রানে। তাসকিন আহমেদ ৭ রান করে উইকেট হারালে বাংলাদেশের ইনিংস আর দীর্ঘায়িত করা হয়নি।
