পদ্মাকার শিভালকারের দুঃখজনক প্রয়াণে বিসিসিআইয়ের শোক
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
পদ্মাকার শিভালকারের দুঃখজনক প্রয়াণে বিসিসিআইয়ের শোক
পদ্মাকার শিভালকারের দুঃখজনক প্রয়াণে বিসিসিআইয়ের শোক
ভারতের কিংবদন্তি বাঁহাতি স্পিনার শ্রী পদ্মাকার শিভালকারের দুঃখজনক প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তিনি ৩ মার্চে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। এই স্পিনারের অনন্য দক্ষতা ও ক্রিকেটের প্রতি অবিচল নিষ্ঠা আজও স্মরণীয়।
রঞ্জি ট্রফির অন্যতম সফল স্পিনার শিভালকার ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৮৯টি উইকেট শিকার করেন মাত্র ১৯.৬৯ গড়ে। তার নিখুঁত লাইন-লেংথ, নিখুঁত ফ্লাইট ও টার্ন ব্যাটারদের বিভ্রান্ত করত। ১৯৭২-৭৩ রঞ্জি ট্রফির ফাইনালে তার ৮/১৬ ও ৫/১৮ বোলিং পারফরম্যান্স মুম্বাইকে তামিলনাড়ুর বিপক্ষে দুর্দান্ত জয় এনে দেয়।
শিভালকার তার ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ব্যাটারদের বিপাকে ফেলেছেন, এমনকি প্রতিকূল পিচেও বল ঘুরিয়ে প্রতিপক্ষকে চমকে দিয়েছেন। তার বোলিংয়ে এক অসাধারণ শৈল্পিকতা ছিল, যা সেরা ব্যাটারদেরও সমস্যায় ফেলত। তিনি ৪০ বছরের পরেও দুর্দান্তভাবে বল করতে সক্ষম ছিলেন যা তার ধৈর্য ও ক্রিকেটের প্রতি ভালোবাসার প্রমাণ।
যদিও তিনি কখনও ভারতীয় জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেননি। তবুও ভারতীয় ক্রিকেটে তার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিসিসিআই ২০১৭ সালে তাকে "Col. C. K. Nayudu Lifetime Achievement Award" প্রদান করে।
বিসিসিআই সভাপতি রজার বিনি বলেন, "ভারতীয় ক্রিকেট আজ এক মহান কিংবদন্তিকে হারালো। পদ্মাকার শিভালকারের বোলিং দক্ষতা ও ক্রিকেটীয় জ্ঞানের গভীরতা তাকে ঘরোয়া ক্রিকেটের এক আদর্শ ব্যক্তিত্বে পরিণত করেছিল। মুম্বাই ও ভারতীয় ক্রিকেটে তার অসাধারণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।"
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, "শিভালকার স্যার বহু প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা ছিলেন। তার ধারাবাহিকতা, নিখুঁত বোলিং কৌশল এবং দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ার সত্যিই প্রশংসনীয়। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ না পেলেও ভারতীয় ক্রিকেটে, বিশেষ করে মুম্বাই ক্রিকেটে, তার অবদান অনস্বীকার্য। আমরা ভারতীয় ক্রিকেটের এক সম্মানিত অভিভাবককে হারালাম। তার পরিবারের প্রতি আমার সমবেদনা।"
