আমি কাল আক্সারকে ডিনারে নিয়ে যেতে পারি: রোহিত শর্মা
-
1
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
2
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
3
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
4
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
আমি কাল আক্সারকে ডিনারে নিয়ে যেতে পারি: রোহিত শর্মা
আমি কাল আক্সারকে ডিনারে নিয়ে যেতে পারি: রোহিত শর্মা
প্রথম স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা অবিশ্বাস্যভাবে সহজ ক্যাচটি ফেলে দেন; হ্যাটট্রিক বঞ্চিত হন আক্সার প্যাটেল। রোহিতের ক্যাচ মিসের কল্যাণে শূন্য রানে জীবন পাওয়া জাকের আলি অনিক খেলেন ৬৮ রানের ইনিংস। আক্সারের হ্যাটট্রিক না হওয়ার কষ্ট ভুলতে পারছেন না রোহিত শর্মা। ক্যাচ মিসের খেসারত দিতে তাকে ডিনার করাবেন রোহিত।
বাংলাদেশের ইনিংসের ৯ম ওভারের দ্বিতীয় ও তৃতীয় ডেলিভারিতে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন আক্সার প্যাটেল। ক্রিজে আসা জাকের আলি ক্যাচও তুলে দেন স্লিপে। সহজ সেই ক্যাচ হাতে জমিয়েও ফেলে ফেন রোহিত শর্মা। হতাশায় মাটিতে চাপড় দিতে থাকেন তিনি।
আক্সার প্যাটেলের হ্যাটট্রিক বলে ক্যাচ ড্রপ করার বিষয়ে ম্যাচের পরে কথা বলছেন রোহিত শর্মা, 'এটা একটা সহজ ক্যাচ ছিল, স্লিপে দাঁড়িয়ে আমি যে স্ট্যান্ডার্ড সেট করেছি। কিন্তু এই জিনিসগুলো খেলায় ঘটে।'
রোহিত শর্মা একেবারে সহজতম ক্যাচ ফস্কে দেওয়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি আক্সার প্যাটেল। মাঠেই তখন হাতজোড় করে ক্ষমা চেয়ে নেন রোহিত। ম্যাচ শেষে উপস্থাপক হার্শা ভোগলে বিষয়টি তুললে রোহিত রসিকতা করে বলেন, আক্সারকে কাল তিনি ডিনারে নিয়ে যাবেন।
'আমি আগামীকাল তাকে (আক্সার প্যাটেল) একটি ডিনারে নিয়ে যেতে পারি।'
