জুলাই মাসে আইসিসির সেরা হবার দৌড়ে যারা
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
জুলাই মাসে আইসিসির সেরা হবার দৌড়ে যারা
জুলাই মাসে আইসিসির সেরা হবার দৌড়ে যারা
২০২৫ সালের জুলাই মাসে লাল বলের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতের অধিনায়ক শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার এবং ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস আইসিসি’র মাসসেরা পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।
শুবমান গিল (ভারত)
ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত চার ম্যাচের টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে অভিষেকেই বাজিমাত করেন শুবমান গিল। পুরো সিরিজে তিন টেস্টে ব্যাট হাতে ৫৬৭ রান করেন তিনি, গড় ৯৪.৫০।
এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টে গিল খেলেন ইতিহাস গড়া ইনিংস। প্রথম ইনিংসে ২৬৯, দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে দুই ইনিংসে মোট ৪৩০ রান, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ম্যাচ সংগ্রহ। এরপর চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে দ্বিতীয় ইনিংসে ১০৩ রান করে ভারতকে বিপর্যয় থেকে টেনে তুলে ড্র নিশ্চিত করেন তিনি।
উইয়ান মুল্ডার (দক্ষিণ আফ্রিকা)
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বল এবং ব্যাট হাতে অতিমানবীয় পারফরম্যান্স উপহার দেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক উইয়ান মুল্ডার। দুই টেস্টে ব্যাট হাতে তিনি ৫৩১ রান, গড় ২৬৫.৫০। প্রথম টেস্টে একটি সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে অপরাজিত ৩৬৭ রান করে গড়েন দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। শুধু ব্যাটেই নয়, বল হাতে তিনি নেন ৭ উইকেট, গড় মাত্র ১৫.২৮। অলরাউন্ড পারফরম্যান্সে তিনি হন সিরিজসেরা।
বেন স্টোকস (ইংল্যান্ড)
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস বরাবরের মতোই বড় মঞ্চে বড় পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করেছেন। ভারতের বিপক্ষে তিন টেস্টে তিনি ২৫১ রান (গড় ৫০.২০) এবং ১২ উইকেট (গড় ২৬.৩৩) নেন। লর্ডস ও ম্যানচেস্টার টেস্টে টানা দুই ম্যাচে হন ম্যাচসেরা। ম্যানচেস্টারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ১৪১ রান, যা ইংল্যান্ডকে এনে দেয় বিশাল স্কোর।
