এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ফাইনালে ভারতের ভরাডুবি, চ্যাম্পিয়ন পাকিস্তান
দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে একপেশে জয় তুলে নিয়েছে পাকিস্তান। রোববারের ফাইনালে ভারতকে ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে পাকিস্তান। এটি টুর্নামেন্টটির ইতিহাসে পাকিস্তানের প্রথম একক শিরোপা।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ব্যাট করতে নেমে পাকিস্তান তোলে ৮ উইকেটে ৩৪৭ রান। দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার সামির মিনহাস। ১১৩ বলে ১৭২ রান করেন তিনি, ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। আইসিসি একাডেমির ব্যাটিং সহায়ক উইকেটে ভারতীয় বোলাররা ছিলেন সম্পূর্ণ অসহায়।
বিশাল লক্ষ্য তাড়ায় শুরুটা ঝড়ো হলেও দ্রুত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। বৈভব সূর্যবংশী আক্রমণাত্মক শুরু করলেও অধিনায়ক আয়ুষ মাটরে দ্রুত ফিরে যান। পরে আলি রাজা চার উইকেট তুলে নিয়ে ভারতের প্রত্যাবর্তনের সব সম্ভাবনা শেষ করে দেন, যার মধ্যে ছিল সূর্যবংশীর গুরুত্বপূর্ণ উইকেট। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৬.২ ওভারে মাত্র ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত।
ফাইনালে ৭১ বলে সেঞ্চুরিসহ পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায় ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন সামির মিনহাস। তার নেতৃত্বেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নতুন করে আধিপত্য প্রতিষ্ঠা করল পাকিস্তান।
