বিপিএলের তারকাদের নিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
-
1
বিপিএলে এবার খেলবে পাঁচ দল, চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজির নাম ঘোষণা
-
2
পোস্টার বিতর্কে মুখ খুললেন আসিফ আকবর, বললেন সাকিবের প্রতি সফট কর্নারের কথা
-
3
নারী ক্রিকেটারদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি
-
4
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
-
5
তরুণদের নতুন মঞ্চে আকবরের নেতৃত্বে বাংলাদেশ এ দল
বিপিএলের তারকাদের নিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
বিপিএলের তারকাদের নিয়ে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দল
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের শক্তিশালী দল ঘোষণা করল। মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে ঘরের মাঠের টুর্নামেন্ট খেলবে পাকিস্তান। চলমান বিপিএলে পারফর্ম করে মেগা ইভেন্টের জন্য জাতীয় দলে ডাক পেলেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ।
বড় আকারের কোনো চমক নেই। অভিজ্ঞ ক্রিকেটারদের ওপরই ভরসা রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অবশ্য নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ খেলবে রিজওয়ান-বাবররা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারফর্ম করে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ঢুকলেন খুশদিল শাহ, উসমান খান ও ফাহিম আশরাফ। রংপুর রাইডার্সের হয়ে খেলা খুশদিল, চিটাগং কিংসের উসমান খান দেশে ফিরে গেলেও ফরচুন বরিশালকে টেবিল টপার করার অন্যতম নায়ক ফাহিম আশরাফ এখনও বাংলাদেশে। ১১ ম্যাচে ২০ উইকেট পাওয়া ফাহিম দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। উসমান খানের ব্যাট থেকে আসে এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি।
আর খুশদিল শাহ ২০২৫ বিপিএলে দাপুটে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন। ১০ ম্যাচ খেলা খুশদিল ব্যাটিংয়ে ১৭৫.২৯ স্ট্রাইকরেটে ২৯৮ রান করেছেন। দুই বার পেয়েছেন ফিফটির দেখা। পাশাপাশি বল হাতে শিকার করেন ১৭ উইকেট, ইকনোমিও চোখে পড়ার মতো ৬.০৩।
শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইনকে সাজানো হয়েছে পাকিস্তানের পেস অ্যাটাক। ৩ অলরাউন্ডারের সাথে স্পিনার কেবল আবরার আহমেদ। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সাথে ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে স্কোয়াডে উসমান খান।
এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিচ্ছে মোট ৮ দল। এর মধ্যে ‘এ’ গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। উদ্বোধনী ম্যাচ দিয়েই স্বাগতিক পাকিস্তান তাদের অভিযান শুরু করবে। করাচিতে প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড। পাকিস্তান-ভারত হাইভোল্টেজ ম্যাচ আয়োজন করবে দুবাই, ২৩ ফেব্রুয়ারি। এরপর ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলবে রাওয়ালপিন্ডিতে।
পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড-
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), বাবর আজম, ফখর জামান, উসমান খান (উইকেটকিপার), কামরান গুলাম, সৌদ শাকিল, খুশদিল শাহ, সালমান আগা, ফাহিম আশরাফ, তাইব তাহির, আবরার আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
