চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই রোহিত, অধিনায়ক স্যান্টনার
-
1
আফগানদের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের যুবারা
-
2
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
3
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
4
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
-
5
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই রোহিত, অধিনায়ক স্যান্টনার
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে নেই রোহিত, অধিনায়ক স্যান্টনার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর "টিম অব দ্য টুর্নামেন্ট" ঘোষণা করেছে। গতরাতে অনেক লড়াই করেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। পরদিন টুর্নামেন্টের সেরা দল প্রকাশ করে আইসিসি। যেখানে ৬ জনই আছেন শিরোপা জেতা ভারত থেকে। তবে ফাইনালে ম্যাচের সেরা হয়েও দল থেকে বাদ রোহিত!
এবারের সেরা একাদশে ভারতীয় খেলোয়াড়দের আধিপত্য দেখা গেছে। মোট পাঁচজন ভারতীয় ক্রিকেটার জায়গা করে নিয়েছেন একাদশে। দলটির অধিনায়ক নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। একাদশে জায়গা পাননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। পুরো টুর্নামেন্টে রোহিতের অধিনায়কত্বের ভূয়সী প্রশংসা হয়েছে। কিন্তু তারপরও সেরা দল থেকে বাদ পড়লেন হিটম্যান।
ভারতের বিপক্ষে ফাইনালে পরাজিত নিউজিল্যান্ড দল থেকে চারজন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আফগানিস্তানের দুইজন ক্রিকেটার এই তালিকায় স্থান পেয়েছেন। ইব্রাহিম জাদরানের সঙ্গে আছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমারজাই। দ্বাদশ প্লেয়ার হিসেবে নাম আছে আক্সার প্যাটেলের।
আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেরা একাদশ-
১। রাচিন রবীন্দ্র (নিউজিল্যান্ড) – ২৫১ রান (গড় ৬২.৭৫), দুই সেঞ্চুরি।
২। ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) – ২১৬ রান (গড় ৭২), এক সেঞ্চুরি।
৩। ভিরাট কোহলি (ভারত) – ২১৮ রান (গড় ৫৪.৫), এক সেঞ্চুরি।
৪। শ্রেয়াস আইয়ার (ভারত) – ২৪৩ রান (গড় ৪৮.৬), দুই ফিফটি।
৫। কেএল রাহুল (ভারত) (উইকেটকিপার) – ১৪০ রান (গড় ১৪০)।
৬। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড) – ১৭৭ রান (গড় ৫৯), ২ উইকেট, ৫ ক্যাচ।
৭। আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান) – ১২৬ রান (গড় ৪২), ৭ উইকেট (একবার ৫ উইকেট)।
৮। মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ৭ উইকেট, ৩০ রান।
৯। বরুণ চক্রবর্তী (ভারত) – ৭ উইকেট।
১০। মোহাম্মদ শামি (ভারত) – ৮ উইকেট।
১১। ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) – ১০ উইকেট।
