বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
- 
                        
                            1
                            
ভারতীয় নারীদের বিশ্বকাপ জয়ের সাথে রেকর্ড পরিমাণ পুরস্কার
 - 
                        
                            2
                            
গুরবাজ-জাদরানের ঝড়ে জিম্বাবুয়েকে ক্লিন সুইপ করল আফগানিস্তান
 - 
                        
                            3
                            
নারী ক্রিকেট বিশ্বকাপে ভারতের স্বপ্নপূরণ
 - 
                        
                            4
                            
ওয়াশিংটনের বিস্ফোরণ, হোবার্টে ভারতের দাপুটে প্রত্যাবর্তন
 - 
                        
                            5
                            
হঠাৎ উধাও ভারতীয় লিগের আয়োজকেরা, বিপাকে গেইল-পেরেরা, অংশ নেয়ার কথা হিল সাকিবেরও
 
                                বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
বেশ কিছু পরিবর্তন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড ঘোষণা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট নির্বাচক কমিটি। চারিথ আসালাঙ্কাকে অধিনায়ক করে এই দলে রয়েছেন ১৭ জন খেলোয়াড়। টি-টোয়েন্টি সিরিজের দল থেকে দুনিথ ওয়েল্লালাগে বাদ পড়লেও আছেন ওয়ানডে দলে।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নভেম্বরে আফগানিস্তান সিরিজ মিস করার পর কিউইদের বিপক্ষে ফিরবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।আগের সিরিজ থেকে শ্রীলঙ্কার ওয়ানডে দলে চারটি পরিবর্তন করা হয়েছে। দুশান হেমন্ত, কুশল পেরেরা, সাদিরা সামারাবিক্রমা এবং দিশান মাদুশঙ্কা দলে নেই। অন্যদিকে কুশল মেন্ডিস ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আবার ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে।
২০২৩ সালে ভারতের বিপক্ষে অভিষেক হওয়া নুয়ানিন্দু ফার্নান্দো আছেন দলে। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে খেলা ফাস্ট বোলার লাহিরু কুমারা ফিরেছেন দলে। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে শ্রীলঙ্কার নতুন সংযোজন ইশান মালিঙ্গা।
ওয়ানডে সিরিজটি ৫,৮ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তিনটি খেলা হবে যথাক্রমে ওয়েলিংটন, হ্যামিল্টন এবং অকল্যান্ডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দুনিথ ওয়াল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা ,জেফরি ভ্যান্ডারসে, চামিডু বিক্রমাসিংহে, অসিথা ফার্নান্দো, মোহাম্মদ সিরাজ, জন্ম কুমার, ইশান মালিঙ্গা।
