রাহকিম কর্নওয়াল নেই একাদশে, আগে ব্যাটিংয়ে সিলেট
-
1
নিউজিল্যান্ডের নাটকীয় জয়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জ ব্যর্থ
-
2
মুশফিকের প্রথম টেস্টে সতীর্থ, শততম টেস্টে কোচ আশরাফুল
-
3
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
4
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরছেন ম্যাট হেনরি, টিকনার থাকছেন দলে
-
5
বলবয় থেকে ব্যাটিং কোচ: আশরাফুলের ফিল সিমন্সের সঙ্গে ২৫ বছরের সম্পর্ক
রাহকিম কর্নওয়াল নেই একাদশে, আগে ব্যাটিংয়ে সিলেট
রাহকিম কর্নওয়াল নেই একাদশে, আগে ব্যাটিংয়ে সিলেট
পরাজয়ের প্রতিশোধ নিতে সিলেট স্ট্রাইকার্স আবারও রংপুর রাইডার্সের মুখোমুখি। বছরের শেষ দিনে ঢাকায় প্রথম পর্বে সিলেট জেতার চেষ্টাই করেনি। আগের ম্যাচটা ম্যাড়ম্যাড়ে হলেও এবার হোম ক্রাউডের সামনে লড়াই জমাতে চাই আরিফুল হকের দল।ঘরের মাঠে এই আসরে তারা খেলবে সবচেয়ে বেশি পাঁচ ম্যাচ। টসে জিতে আগে সিলেটকে আগে ব্যাটিংয়ে পাঠালেন রংপুর অধিনায়ক সোহান।
ঢাকায় প্রথম পর্ব শেষে বিপিএল এখন সিলেটে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে সিলেট পর্বের খেলা। ঘরের দলটি যে এখনও পায়নি জয়ের দেখা। ঢাকায় প্রথম ম্যাচ হেরে ক্যাপ্টেন আরিফুল হক অবশ্য বলেছিলেন এক ম্যাচ দেখাই সব ডিসাইড করা ঠিক না। সময় আছে কামব্যাকের। এই কথা মেলাতেই আজ মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স।
উড়তে থাকা রংপুর রাইডার্সের জন্য মাঠে অপেক্ষায় সিলেটের ক্রেজি হোম ক্রাউড। ৩ ম্যাচে ৩ জয়ে রংপুর এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। টেবিলের টপে থাকা নুরুল হাসান সোহানের দল পাবে কি টানা চার জয়ের দেখা।
টুর্নামেন্টের দ্বিতীয় দিন রংপুর রাইডার্সের ১৫৫ রানের জবাবে হেলেদুলে ৯ উইকেটে ১২১ রান করে ২০ ওভার শেষ করে সিলেট স্ট্রাইকার্স। আর তাতেই নিজেদের প্রথম ম্যাচে হার ৩৪ রানে।
রংপুর রাইডার্স একাদশ-
অ্যালেক্স হেলস, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, নাহিদ রানা, আকিফ জাভেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ-
রনি তালুকদার, জর্জ মানসি, জাকির হাসান, পল স্টার্লিং, জাকের আলি অনিক, আরিফুল হক (অধিনায়ক), সামিউল্লাহ সিনওয়ারি, তানজিম হাসান সাকিব, নিহাদউজ্জামান, রিস টপলি, আল-আমিন হোসেন।
