হতাশা থাকলে এতদিনে গলায় দ'ড়ি দিয়ে ম'রে যাওয়ার কথা: তাসকিন
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

হতাশা থাকলে এতদিনে গলায় দ'ড়ি দিয়ে ম'রে যাওয়ার কথা: তাসকিন
হতাশা থাকলে এতদিনে গলায় দ'ড়ি দিয়ে ম'রে যাওয়ার কথা: তাসকিন
২০ উইকেট নিয়ে বিপিএলের উইকেট শিকারির তালিকায় সবার উপরে আছেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সেরা এই পেসার এবার এক ম্যাচেই পেয়েছেন ৭ উইকেট। তারপরেই গুঞ্জন উঠেছিল পিএসএলের দুই-একটি ফ্রাঞ্চাইজি তাদের দলে খেলাতে চায় তাসকিনকে। তবে এ খবর যে সত্য নয় তার প্রমাণ মিলেছে নিলামে। সবাইকে অবাক করে নিয়ে নিলামে কোনো দলই আগ্রহ দেখায়নি তাসকিনকে কিনতে।
সোমবার চিটাগং কিংসের কাছে হেরে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ। সেখানে তাকে প্রশ্ন করা হয় পিএসএলে দল না পাওয়া প্রসঙ্গে। উত্তরে তাসকিন বলেন,
"নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।"
আইপিএলে সুযোগ পেয়েও খেলতে পারেননি তাসকিন। সেই উদাহরণ দিয়ে তাসকিন আবারো বলেন তিনি হতাশ নয়, "এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।"
বদলি হিসেবে এখনো পিএসএলে খেলার সুযোগ থাকছে তাসকিনের জন্য। তবে এখনো তার সাথে কোনো ফ্রাঞ্চাইজি যোগাযোগ করেননি, স্পষ্ট জানিয়ে দিলেন তাসকিন। "আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।"