বাংলাদেশ দলের যা পরিস্থিতি, মার্করাম বললেন 'দুর্ভাগ্যজনক'
-
1
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
-
5
হজের লড়াকু সেঞ্চুরিতে ফলোঅন এড়ানোর চেষ্টায় ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ দলের যা পরিস্থিতি, মার্করাম বললেন 'দুর্ভাগ্যজনক'
বাংলাদেশ দলের যা পরিস্থিতি, মার্করাম বললেন 'দুর্ভাগ্যজনক'
আগামীকাল ২৯ অক্টোবর চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। মিরপুরে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়তে চাওয়া নিয়ে বাংলাদেশ শিবিরে অস্থিরতা কাজ অরছে। এতে কি সুবিধা পাবে প্রোটিয়ারা? অধিনায়ক এইডেন মার্করাম অন্য ভাবনায় না গিয়ে নিজেদের পারফর্ম্যান্সের দিকেই নজর রাখতে চান। তবে বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি মার্করামের চোখে, 'দুর্ভাগ্যজনক'।
এইডেন মার্করামের নেতৃত্বে মিরপুর টেস্টে বাংলাদেশকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০ বছর পর উপমহাদেশে টেস্ট জয়। এবার সিরিজ জয়েরও সুযোগ মার্করামের দলের সামনে। বিপরীতে, মাঠের বাইরের ঘটনায় অস্বস্তিতে বাংলাদেশের ড্রেসিংরুম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে নাজমুল হোসেন শান্ত আর বাংলাদেশ দলের অধিনায়ক থাকতে চান না।
প্রতিপক্ষ দলের ভেতরকার এসব ইস্যু দক্ষিণ আফ্রিকা দলকে কি কিছুটা হলেও এগিয়ে রাখবে চট্টগ্রাম টেস্টে? অধিনায়ক এইডেন মার্করাম দিলেন যে উত্তর,
‘এটাতে আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না সত্যি বলতে। আমাদের দলের পুরোপুরি বাইরের ব্যাপার এসব। আমরা সবসময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ও ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি।’
‘আমরা যেহেতু জানি, পারফরম্যান্সটা নিশ্চিত কিছু না কিন্তু আমরা অন্তত পরিবেশটা ভালো রাখতে পারি। বাংলাদেশ দল যা কিছুর ভেতর দিয়েই যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক আর এটাতে আমাদের কিছুই করার নেই। আমরা চেষ্টা করবো ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচদিন পর কী হয়।’
মার্করাম নিজেদের দিকেই নজর রাখতে চান, ‘আমার সত্যি বলতে কোনো ধারণাই নেই। আমি নিশ্চিত না পরিবেশটা কেমন আর ওখানে কী হচ্ছে। এ ধরনের বিষয় আমার মন্তব্য করার মতো না যে এটা কোনো সুবিধা দেবে কি না। কিন্তু একই সঙ্গে, আমাদের মনোযোগ নিজেদের দলে ও ভালো ক্রিকেট খেলার চেষ্টার দিকেই আছে।’
