আন্দ্রে রাসেল বাদ পড়ায় সাসপেনশন থেকে ফিরেছেন আলজারি জোসেফ

আন্দ্রে রাসেল বাদ পড়ায় সাসপেনশন থেকে ফিরেছেন আলজারি জোসেফ
আন্দ্রে রাসেল বাদ পড়ায় সাসপেনশন থেকে ফিরেছেন আলজারি জোসেফ
২ ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আলজারি জোসেফ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি দলে দেখা যাবে তাকে। শামার জোসেফের স্থলাভিষিক্ত হয়ে পুনরায় দলে যোগ দেবেন আলজারি জোসেফ।
এদিকে আন্দ্রে রাসেলের বাম পায়ের গোড়ালি মচকে যাওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি অংশ মিস করবেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের বাকি ম্যাচের জন্য আন্দ্রে রাসেলের স্থলাভিষিক্ত করা হয়েছে শামার স্প্রিংগারকে।
অপেশাদারি আচরণের কারণে আলজারি জোসেফকে ২ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিলো আইসিসি। ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ চলাকালে অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি জোসেফ। এই ঘটনার শাস্তি স্বরুপ নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো তাকে। অবশ্য পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছিলেন আলজারি জোসেফ।
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বার্বাডোসে প্রথম দুটি টি-টোয়েন্টি ইতোমধ্যেই জিতে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ জিততে হলে বাকি তিনটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজকে অবশ্যই জিততে হবে। ১৪,১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড:রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিংগার।