বাংলাদেশ ইমার্জিং দলকে ৩৩৩ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ইমার্জিং দলকে ৩৩৩ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশ ইমার্জিং দলকে ৩৩৩ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা
তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের উদীয়মানেরা এগিয়ে ১-০ ব্যবধানে। প্রথম ম্যাচে ৩০১ রান করেও ম্যাচ হারতে হয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে। আজ দ্বিতীয় ওয়ানডেতে তাই সংগ্রহটা আরও বড় করলো সফরকারীরা। কনর বয়েড এস্টারহুইজেন ৯ রানের মিস করেন সেঞ্চুরি। শেষদিকে ৫৯ বল খেলা ডায়ান ফরেস্টাও অল্পের জন্য সেঞ্চুরি পাননি, অপরাজিত থাকেন ৯৬ রানে। সিরিজ জিততে হলে বাংলাদেশকে ৫০ ওভারে করতে হবে ৩৩৩ রান।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকারা ৪৯ রান তুলতেই হারিয়ে ফেলে ২ উইকেট। কনর বয়েড এস্টারহুইজেন ও আন্দিলে চার্লস মোগাকানের ব্যাটে শুরুর ধাক্কাটা সামলায় দক্ষিণ আফ্রিকা।
কনর বয়েড এস্টারহুইজেন ঝড়ো ৯১ ও শেষ দিকে চার্লস মোগাকানের ৫৫ রানের পর শেষদিকে তাণ্ডব চালান ডায়ান ফরেস্টার। আর তাতেই ৭ উইকেটে ৩৩২ রান করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।
এস্টারহুইজেন, চার্লস মোগাকানের জুটিতে আসে ১৩৭ রান। সেঞ্চুরির খুব কাছে থেকেও মিস করেন এস্টারহুইজেন। মাত্র ৬৮ বল খেলে ৯ চার ও ৩ ছক্কায় ৯১ রানের ইনিংস সাজান। এর আগে ত্রিশ ছোঁয়া ইনিংস খেলেন মিকা-এল প্রিন্স। অধিনায়ক জর্জ মার্থিনাস ভ্যান হের্ডেন ১২ রান করতেই রিপন মণ্ডলের শিকার।
দেওয়ান মারাইস ব্যক্তিগত ১০ রানে রিপনের দ্বিতীয় শিকার হলে আন্দিলে সিমেলানে এসে সঙ্গ দেন ডায়ান ফরেস্টারকে। সিমেলানে দ্রুত উইকেট হারালেও ডায়ান ফরেস্টা দলের সংগ্রহ ৩৩২ রানে নিয়ে প্যাভিলিয়নে ফিরে আসেন। ৫৯ বল খেলা ডায়ান ফরেস্টা ৭টি চার ও ৬ ছক্কায় সাজান তার অতিমানবীয় ৮৬ রানের ইনিংস।
বল হাতে বাংলাদেশ ইমার্জিং দলের শেখ পারভেজ জীবন উইকেটশূন্য থাকলেও ১০ ওভারে রান দেন কেবল ২৭। রিপন মণ্ডল ৮ ওভারে ৫৬ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাহফিজুর রাব্বি ২ উইকেট নিতে রান খরচ করেন ৭৫। এ ছাড়া ৮ ওভারে ৬৫ রান দেওয়া মারুফ মৃধাও পেয়েছেন ২ উইকেট। বাকি ১টি উইকেট যায় চৌধুরী রিজওয়ানের দখলে।