গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রাক্তনদের মিলনমেলা, ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আল বিরুনি হাউজ
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রাক্তনদের মিলনমেলা, ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আল বিরুনি হাউজ
গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে প্রাক্তনদের মিলনমেলা, ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আল বিরুনি হাউজ
রাজধানী ঢাকার স্বনামধন্য গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের চারটি হাউজ- আল বিরুনি, ওমর খৈতাম, আল মামুন ও সালাহউদ্দিন। এই বিখ্যাত চার ইসলামী মনীষীকে বুকে ধারণ করে প্রতি বছরই ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিবারের ন্যায় এবারও গেল শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয় ইন্টার হাউজ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪। এই প্রতিযোগিতায় অংশ নেয় ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা।
রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি হাউজ একে অপরের মুখোমুখি হয়। গ্রুপ পর্বের শীর্ষ দুই দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। ফাইনালে মুখোমুখি হয় আল বিরুনি ও সালাহউদ্দিন হাউজ।
রোমাঞ্চকর ফাইনালে সালাহউদ্দিন হাউজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আল বিরুনি হাউজ। ফাইনাল শেষে ছিল পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
১৯৬৪ থেকে ২০২৪ অব্দি এই স্কুলের প্রাক্তন ছাত্রদের পদচারণায় মুখরিত ছিল স্কুল প্রাঙ্গন। খেলায় অংশ নেওয়ারা ছাড়াও অনেকে হাজির হয়েছিলেন খেলা উপভোগ করতে। এই আয়োজনের মূল লক্ষ্যই থাকে স্কুলের সাবেক ও বর্তমান সব ছাত্রের মধ্যে পারষ্পারিক ভ্রাতৃত্ববোধ বাড়ানো।