Image

রিশাদ হোসেনের ২ উইকেট ও ২ রান; হারল তার দল লাহোর কালান্দার্স

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিশাদ হোসেনের ২ উইকেট ও ২ রান; হারল তার দল লাহোর কালান্দার্স

রিশাদ হোসেনের ২ উইকেট ও ২ রান; হারল তার দল লাহোর কালান্দার্স

রিশাদ হোসেনের ২ উইকেট ও ২ রান; হারল তার দল লাহোর কালান্দার্স

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতরাতের ম্যাচে ২ উইকেট নিলেও বেশ খরুচে ছিলেন বাংলাদেশের লেগ রিশাদ হোসেন। এরপর ব্যাটিংয়ে নেমে করেন ৪ বলে ২ রান। বল হাতে উইকেট পেলেও ব্যাটিংয়ে নিষ্প্রভ রিশাদ, ৩৩ রানে ম্যাচ হারে তার দল লাহোর কালান্দার্স। 

লাহোর কালান্দার্সের জার্সিতে মুলতান সুলতান্সের বিপক্ষে গতরাতের ম্যাচে ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এরপর ছয় নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি। ৪ বলে ২ রান করে লেগ স্পিনার উসামা মিরের ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান প্যাভিলিয়নে।

মুলতান সুলতান্সের কাছে ৩৩ রানে ম্যাচ হারে  লাহোর কালান্দার্স। আর এটিই এবারের পিএসএলে মুলতানের প্রথম জয়।

সংক্ষিপ্ত স্কোর

মুলতান সুলতান্স: ২২৮/৫ (২০ ওভার) ইয়াসির ৮৭, ইফতিখার ৪০*, উসমান ৩৯, রিজওয়ান ৩২; রিশাদ ২/৪৫, রাজা ১/১৫, আসিফ ১/২৬, আফ্রিদি ১/৪৩)।

লাহোর কালান্দার্স: ১৯৫/৯ (২০ ওভার) রাজা ৫০*, বিলিংস ৪৩, ফখর ৩২; উবাইদ ৩/৩৭, ব্রেসওয়েল ২/২০, উসামা ২/২৬)।

ফলাফল: মুলতান সুলতান্স ৩৩ রানে জয়ী।

ম্যাচ সেরা: ইয়াসির খান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three