Image

তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর

তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর

তামিমকে টপকে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা মাহমুদউল্লাহর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩য় ও শেষ ওয়ানডেতে নেমে বাংলাদেশের পক্ষে এক রেকর্ডের মালিক হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৫০ ওভারি ফরম্যাটে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ছক্কা এখন তাঁর।  

তামিম ইকবালের সমান (১০৩) ছক্কা নিয়ে ম্যাচ খেলতে নেমেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৮ তম ওভারের শেষ বলে গুদাকেশ মোতিকে ছক্কা হাঁকিয়ে তামিমকে টপকান মাহমুদউল্লাহ। প্রতিবেদন লেখার সময়ে ওয়ানডেতে মাহমুদউল্লাহর ছক্কার সংখ্যা ১০৫। 

বাংলাদেশের পক্ষে ১০০ বা তার বেশি ছক্কা হাঁকিয়েছেন কেবল ৩ জন। মাহমুদউল্লাহ ও তামিম ছাড়া কেবল মুশফিকুর রহিমের আছে ৩ ডিজিটের ওয়ানডে ছক্কা। 

ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ছক্কা- 

১. মাহমুদউল্লাহ রিয়াদ- ২০৮* ইনিংসে ১০৫* ছক্কা
২. তামিম ইকবাল- ২৪০ ইনিংসে ১০৩ ছক্কা
৩. মুশফিকুর রহিম- ২৫৪ ইনিংসে ১০০ ছক্কা
৪. মাশরাফি বিন মর্তুজা- ১৫৬ ইনিংসে ৬২ ছক্কা
৫. সাকিব আল হাসান- ২৩৪ ইনিংসে ৫৪ ছক্কা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three