অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে হেসেখেলে জিতল ইংল্যান্ড
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
শ্রীলঙ্কাকে অনায়াসে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জুনিয়র টাইগাররা
- 3
শ্রীলঙ্কাকে ২৮ ওভারে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ
- 4
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 5
বাংলাদেশকে চাপে রাখা ভিনসেন্ট মাসেকিসা ফলো করেন রিশাদ হোসেনকে

অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে হেসেখেলে জিতল ইংল্যান্ড
অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে হেসেখেলে জিতল ইংল্যান্ড
জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেসেখেলে জয় পেয়েছে ইংল্যান্ড। ইনিংস ও ১১৪ রানের বড় ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়ে অ্যান্ডারসনের শেষ টেস্ট স্মরণীয় করে রাখলো ইংলিশরা।
গাস আটকিনসনের বোলিং টোপে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১২১ রানে। অসাধারণ বোলিংয়ে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। ৪৫ রান খরচায় ৭ উইকেট নিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। যার কারণে প্রথম ইনিংসের পরেই ম্যাচ ঝুঁকে গিয়েছিলো ইংল্যান্ডের দিকে।
ব্যাট করতে নেমে লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংস থামে ৩৭১ রানে। ডাকেট শুরতে আউট হয়ে যাবার পর দলের হাল ধরেন জ্যাক ক্রাউলি ও ওলি পোপ। জ্যাক ক্রাউলি করেন ৭৬, ওলি পোপ ৫৭, জো রুট ৬৮ , হ্যারি ব্রুক ৫০ ও জেমি স্মিথ ৭০। সবাই ফিফটি পেলেও বড় স্কোর গড়তে পারেননি। এতে করে প্রথম ইনিংসেই ২৫০ রানের লিড পেয়ে যায় ইংল্যান্ড।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় টপ-অর্ডার। আবারো গাস আটকিনসনের আঘাতে ৬ উইকেটে ৭৯ রান নিয়ে লর্ডস টেস্টের দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। এতে করে ইংল্যান্ডের জয় হয়ে দাড়িয়েছিলো শুধু সময়ের অপেক্ষা।
টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় ১৩৪ রানে। ফলে ২য় ইনিংসে আর ব্যাট করতে নামতে হয়নি ইংলিশদের। ইংল্যান্ড জয় পায় ইনিংস ও ১৪৪ রানের ব্যাবধানে।
প্রথম ইনিংসে ৭ টি ও দ্বিতীয় ইনিংসে ৫ টি উইকেট নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন গাস আটকিনসন। অন্যদিকে প্রথম ইনিংসে ১ টি ও দ্বিতীয় ইনিংসে ৩ টি উইকেট নিয়ে ক্যারিয়ারের বিদায়ী টেস্ট শেষ করেছেন জেমস অ্যান্ডারসন।