"সঠিক মডেল ও মালিকানায় বিপিএল হবে বিশ্বমানের", অনিল মোহন বদলে দিবেন সব

"সঠিক মডেল ও মালিকানায় বিপিএল হবে বিশ্বমানের", অনিল মোহন বদলে দিবেন সব
"সঠিক মডেল ও মালিকানায় বিপিএল হবে বিশ্বমানের", অনিল মোহন বদলে দিবেন সব
বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বিশ্বমানের করতে বদ্ধপরিকর বর্তমান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ইতোমধ্যেই বিপিএল পরিচালনার জন্য বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের আগ্রহ দেখতে পেরেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছিল বিপিএল পরিচালনা করার জন্য আগ্রহ প্রকাশ করা প্রতিষ্ঠানের নাম।
সেগুলো হল- অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং, আইএমজি, রিয়েল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলুট লেজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ অ্যান্ড মাইন্ড ট্রি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ।
বিসিবির সংক্ষিপ্ত তালিকায় থাকা দ্য আইপিজি গ্রুপের ফাউন্ডার ও সিইও অনিল মোহনের সঙ্গে বিস্তারে কথা বলেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম।
অন্যান্য লিগ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা অনিল মোহন জানিয়েছেন, যথাযথ মডেল, মালিকানার কাঠামো এবং সময় নির্ধারণের মাধ্যমে বিপিএলকে বিশ্বের শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কাতারে নিয়ে যাওয়া সম্ভব।
তিনি বলেন, "বিপিএল একটি দারুণ লিগ, তবে গত কয়েক বছর ধরে ম্যানেজমেন্ট ও মডেলের কিছু সমস্যা ছিল। এই লিগের কনটেন্ট এবং সম্ভাবনা অন্য অনেক দেশের চেয়ে বেশি, আমি নিজে তা দেখেছি।"
তিনি উল্লেখ করেন, শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) গত পাঁচ বছর ধরে সফলভাবে পরিচালনার পর তিনি এখন বিপিএলের উন্নয়নে কাজ করতে চান।
"আমরা এলপিএলের টিম সেল, স্পনসরশিপ, মিডিয়া রাইটস, প্রোডাকশন—সবকিছু পরিচালনা করেছি। বিপিএলেও ঠিক সেই মানের প্রোডাকশন এবং কাঠামো আমরা গড়তে পারি।"
বড় চ্যালেঞ্জ: সঠিক মালিক ও সময়
তাঁর মতে, বিপিএলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—
১. সঠিক মালিক খুঁজে আনা
২. টুর্নামেন্টের সময় সঠিকভাবে নির্ধারণ করা
"একবার ভালো, একবার খারাপ—এভাবে চললে হবে না। ধারাবাহিকভাবে ভালো মালিকানার দরকার, যারা বিনিয়োগ করবে, ভালো খেলোয়াড় আনবে, ভালো স্পনসর আনবে।"
"বিপিএলের সময়সূচি অন্যান্য লিগগুলোর সঙ্গে ক্ল্যাশ করে যায়। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এমন একটা সময় প্রস্তাব দেব যখন বিশ্বজুড়ে কম লিগ থাকে। যেমন আইপিএল, বিগ ব্যাশ, ইংল্যান্ড লিগ—সবকিছুর নির্ধারিত মাস থাকে। বিপিএলেরও সেটি থাকা জরুরি।"
বাংলাদেশ বোর্ডের সক্ষমতা বেশি
তিনি জোর দিয়ে বলেন, "বিসিবি একটি অনেক বেশি কমার্শিয়ালি সক্ষম বোর্ড। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইউএই কিংবা জিম্বাবুয়ে—সব কিছুর তুলনায় এগিয়ে।"
"আমি সাউথ আফ্রিকা, পাকিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, এমনকি ইউএসএ-তেও লিগ পরিচালনা করেছি। তাই আমি জানি—পেছনে কীভাবে সবকিছু চলে। এই অভিজ্ঞতাই আমি বাংলাদেশে কাজে লাগাতে চাই।"
মূল লক্ষ্য: আন্তর্জাতিক মানের মালিক আনা
"আমরা যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ থেকে ভালো মানের মালিক আনবো, যারা বিনিয়োগ করতে আগ্রহী। তারা এলে স্পনসর, মিডিয়া রাইটস, ভালো প্লেয়ার—সবই আসবে।"
তিনি আরও বলেন, "আমাদের প্রধান লক্ষ্য হলো একটা সঠিক মালিকানা ও বিশ্বব্যাপী মিডিয়া ডিস্ট্রিবিউশন গড়ে তোলা। এটা হলে বিপিএল স্বয়ংক্রিয়ভাবে সফল হবে।"
শেষে তিনি বলেন, "শ্রীলঙ্কায় ২০১২ সালে যখন লিগ বন্ধ হয়ে যায়, তখন আমিই এসে তা পুনরায় চালু করি। গত পাঁচ বছর ধরে আমি পরিচালনা করছি। সহজ ছিল না, কিন্তু করেছি। এখন আমি চাই, বিপিএলেও যেন আমরা একইভাবে সফল হতে পারি।"