আইসিসির লেভেল ৩ কোচ হলেন মোহাম্মদ আশরাফুল
- 1
জিম্বাবুয়ে টেস্টের জন্য ইংল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা
- 2
নিউজিল্যান্ড সিরিজের দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে মুস্তাফিজকে
- 3
ম্যাচ সেরার পুরস্কার নিয়ে এসে শ্রেয়াস জানলেন জরিমানা ১২ লাখ
- 4
সিলেটে ৯ উইকেট পাওয়া মুজারাবানি আইসিসি র্যাংকিংয়ে দিলেন বড় লাফ
- 5
পাকিস্তানে যাবার আগে শারজাহতে ২ টি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা

আইসিসির লেভেল ৩ কোচ হলেন মোহাম্মদ আশরাফুল
আইসিসির লেভেল ৩ কোচ হলেন মোহাম্মদ আশরাফুল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল আইসিসির লেভেল ৩ কোচ হয়েছেন। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে যুক্ত হবার কথা বেশ কয়েকবার প্রকাশ্যে জানিয়েছেন আশরাফুল, সেই স্বপ্ন পূরণে নিজের কাজটা এগিয়ে রাখলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে মোহাম্মদ আশরাফুল লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আমি আনন্দিত যে আমি আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল ৩ কোচ হিসেবে যোগ্যতা অর্জন করেছি। এই সাফল্য আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অবিরাম উন্নতির প্রতি প্রতিশ্রুতির প্রমাণ। আমি আমার দক্ষতা শেয়ার করতে এবং অন্যদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে অনুপ্রাণিত করতে উত্সুক। ইন শা আল্লাহ, আমি ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখতে আমার সর্বোচ্চ চেষ্টা করব।'
২০০১ থেকে ২০১৩ অব্দি বাংলাদেশের পক্ষে ৬১ টেস্ট, ১৭৭ ওয়ানডে ও ২৩ টি টি-টোয়েন্টি খেলেছেন মোহাম্মদ আশরাফুল। রান করেছেন যথাক্রমে ২৭৩৭, ৩৪৬৮ ও ৪৫০।
৯ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক মোহাম্মদ আশরাফুলের নামের পাশে আছে ৪৭ আন্তর্জাতিক উইকেটও।