Image

অভিষেক-গিলের আগ্রাসী ব্যাটিংয়ে সুপার ফোরেও পাকিস্তানকে হারাল ভারত

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অভিষেক-গিলের আগ্রাসী ব্যাটিংয়ে সুপার ফোরেও পাকিস্তানকে হারাল ভারত

অভিষেক-গিলের আগ্রাসী ব্যাটিংয়ে সুপার ফোরেও পাকিস্তানকে হারাল ভারত

অভিষেক-গিলের আগ্রাসী ব্যাটিংয়ে সুপার ফোরেও পাকিস্তানকে হারাল ভারত

এশিয়া কাপের সুপার ফোর পর্বে উত্তেজনাপূর্ণ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুণ সূচনা করলো ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটে গড়া আক্রমণাত্মক সূচনা, শিভম দুবের অলরাউন্ড পারফরম্যান্স ও তিলক ভার্মার ধীরস্থির ফিনিশিং ভারতের জয়ে বড় ভূমিকা রাখে।


টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ইনিংসের শুরুটা করে সতর্কভাবে। দলীয় ২১ রানে প্রথম ধাক্কা খায় তারা। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক স্যামসনের গ্লাভসে ধরা পড়েন ফখর জামান। যদিও এই আউট নিয়ে বিতর্ক ছিল, কারণ রিপ্লেতে পরিষ্কার বোঝা যায়নি বলটি গ্লাভসে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল কি না। থার্ড আম্পায়ার সন্দেহের সুযোগে আউটের সিদ্ধান্ত দেন।


এরপর সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহান পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পাওয়ার প্লে'তে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫৫ রান। তবে কুলদীপ যাদব একটি সহজ ক্যাচ ফেলেন সাইমের। ইনিংসের ধারাবাহিকতা বেশিক্ষণ থাকেনি। শিভম দুবের এক ওভারে সাইম আইয়ুব (২১) ও হুসাইন তালাতকে ফিরিয়ে দেন।


ফারহান কিছুটা প্রতিরোধ গড়ে ৩৪ বলে ফিফটি পূর্ণ করেন। কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলে ফেরেন দুবের বলেই। শেষদিকে সালমান আলী আঘা ও ফাহিম আশরাফ ঝড়ো কিছু রান এনে পাকিস্তানের সংগ্রহ দাঁড় করান ১৭১।


ভারতের পক্ষে শিভম দুবে দুটি উইকেট শিকার করেন, একটি করে নেন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।


লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভারেই অভিষেক শর্মার ছক্কা ম্যাচের গতিপথ করে দেয়। গিল-অভিষেক জুটি প্রথম ৪.৪ ওভারেই তুলেন ৫০ রান। পাওয়ার প্লেতে রান আসে ৬৯, প্রতিটি ওভারেই ছিল অন্তত একটি বাউন্ডারি।

এই জুটি ১০৫ রান যোগ করে ভারতের ভিত গড়ে দেন। গিল ২৮ বলে ৮টি চারে ৪৭ রান করে ফাহিম আশরাফের বলে বোল্ড হন। কিছুক্ষণ পরেই স্কুপ করতে গিয়ে হারিস রউফের বলে ক্যাচ দিয়ে ফেরেন সূর্যকুমার যাদব।

অভিষেক শর্মা নিজের অর্ধশতক পূর্ণ করে আরও আগ্রাসী হতে থাকেন। ৩৯ বলে ৭৪ রানের ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। তবে আবরার আহমেদের বলে লং অনে ক্যাচ তুলে দিয়ে ইনিংস শেষ হয়। এরপর স্যামসনও বেশিক্ষণ টিকতে পারেননি, তিনি ফেরেন ১৩ রান করে।

শেষ দিকে তিলক ভার্মা দায়িত্ব নিয়ে ব্যাটিং চালিয়ে যান। ১৯ বলে অপরাজিত ৩০ রান করে ভারতের জয় নিশ্চিত করেন ১১ বল হাতে রেখে।

পাকিস্তানের হয়ে হারিস রউফ দুটি উইকেট পান। একটি করে নেন ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three