অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট

অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে বাংলাদেশের বোলারদের প্রাপ্তি ৫ উইকেট। সারা দিনে ৮৪ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ২৫০ রান জমা করে ওয়েস্ট ইন্ডিজ। দলের সংগ্রহ বড় হলেও উইন্ডিজের আছে আক্ষেপ, 'নার্ভাস নাইন্টিজ'-এ কাটা দুই সেট ব্যাটার। ওপেনার মিকাইল লুইস, পাঁচে নামা আলিক অ্যাথানেজ খুব কাছে গিয়েও মিস করলেন সেঞ্চুরি। মিরাজ, তাইজুল তাদের দিলেন দুঃস্বপ্ন। লুইস-অ্যাথানেজকে ফিরিয়ে স্বস্তিতে দিন শেষ করল বাংলাদেশের।
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। স্বাগতিকদের চার পেসারের বিপরীতে কন্ডিশন বিবেচনায় তিন পেসার নিয়ে ম্যাচ শুরু করে বাংলাদেশ। ইনিংসের ১৪তম ওভারে আসে প্রথম সাফল্য। দলকে উইকেট উদযাপনের মুহূর্ত এনে দেন তাসকিন আহমেদ। ২৫ রানে ভাঙে উদ্বোধনী জুটি। এই রানে থেকেই নেই আরেক উইকেট।
পরপর দুই ওভারে তাসকিন তুলে নেন উইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও তিনে নামা কেসি কার্টিকে। ২৩ ওভারের প্রথম সেশনে ২ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করতে পারে কেবল ৫০। এমন ধীরগতিতেই ২য় সেশনে রান তোলে স্বাগতিকরা। এবার ৩১ ওভারে আসে কেবল ৬৬ রান। তবে স্বাগতিকরা রানের চাকায় গতি আনে দিনের শেষ সেশনে। চা বিরতির পর ৩০ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১১৬ রান জমা করেতারা। এবার অবশ্য হারায় সেঞ্চুরির অপেক্ষায় থাকা দুই সেট ব্যাটারকে।
পাঁচে নামা আলিক অ্যাথানেজ চালিয়ে খেলার চেষ্টা করলেও টাইগার বোলারদের আঁটসাঁট বোলিংয়ে তেমন সুবিধা করে উঠতে পারছিলেন না। মিকাইল লুইস অবশ্য সেট হবার পর রান তোলার গতি বাড়ান। দ্বিতীয় সেশনেই ১০৪ বলে ফিফটি ছুঁয়ে মিকাইল ছুটতে থাকেন শতকের দিকে। তাঁর সঙ্গী হওয়া অ্যাথানেজ ৮৫ বলে পূর্ণ করেন পঞ্চাশ।
সেঞ্চুরির খুব কাছে ৯৭ রানে থেকেও পারলেন না মিকাইল লুইস। তাকে আক্ষেপে ডুবিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২১৮ বল খেলে ৯ চার ও ১ ছক্কায় মিকাইল লুইস প্যাভিলিয়নে ফেরত যান নামের পাশে ৯৭ রান নিয়ে। নার্ভাস নাইন্টিজের শিকার হলেন আলিক অ্যাথানেজও। তাইজুল ইসলামের স্পিনে লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে অ্যাথানেজের স্বপ্নভঙ্গ।
এরপর জাস্টিন গ্রিভস আর জশুয়া ডা সিলভা উইন্ডিজকে আর কোনো উইকেট হারাতে দেননি। গ্রিভস ১১*, সিলভা ১৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। এদিন ১৫ ওভার বল করা তাসকিন আহমেদ ৪৬ রান খরচায় দখলে নেন দুই উইকেট। বাকি ৩ উইকেটের একটি যায় রান-আউটে। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের দখলে ১টি করে উইকেট।