'লিটন হয়তো রান করছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে'

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগে আপডেট: 1 সেকেন্ড আগে
'লিটন হয়তো রান করছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে'

'লিটন হয়তো রান করছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে'

'লিটন হয়তো রান করছে না, কিন্তু কঠোর পরিশ্রম করছে'

ওপেনার লিটন দাসের অফ ফর্ম চলছেই। জিম্বাবুয়েকে পেয়েও লিটনের ব্যাট হাসছে না। নির্ভার থাকার জন্যে উইকেটকিপিং ছেড়েছেন, তবুও লিটন যেন চাপমুক্ত হতে পারেননি। অনেকদিন ধরেই নিজের সেরাটায় নেই লিটন, কোনোভাবেই যেন খারাপ ফর্ম থেকে বের হতে পারছেন না। কোথায় আসলে সমস্যা এই তারকা ব্যাটারের? মুখ খুললেন জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প।

গতরাতে প্রথম টি-টোয়েন্টিতে ১২৫ রানের লক্ষ্য তাড়ায় নেমে নতুন বলে ফের উইকেট হারান লিটন দাস। ব্লেসিং মুজারাবানির গতি আর সুইংয়ে মিডল স্টাম্প হারিয়ে লিটন প্যাভিলিয়নে ফেরত যান কেবল ১ রানে। ব্যাট-প্যাডের গ্যাপের সুযোগ পেয়েই লিটনের স্টাম্প উড়িয়ে দেন মুজারাবানি।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ টি–টোয়েন্টির হোম সিরিজ শেষে আমেরিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। এরপর টি–টোয়েন্টি বিশ্বকাপ। সাদা বলের এই সংস্করণে লিটন কবে নিজে হাসবেন, দর্শকদের মুখে হাসি ফোটাবেন? ব্যাটিং কোচ ডেভিড হেম্প আজ লিটনের ফর্ম নিয়ে কথা বলেছেন, তার নিবেদনের প্রশংসা করেছেন।

নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। যা ব্যাটিং কোচের চোখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার,

'সে হয়ত রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়ত সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।'

লিটন দাসের টেকনিক্যাল নাকি মানসিক সমস্যা? এমন প্রশ্নের জবাবে হেম্প, 'আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক-সেদিক করে, গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'