অকালে ঝরে গেল ঢাকার এক ক্রিকেটারের প্রাণ
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

অকালে ঝরে গেল ঢাকার এক ক্রিকেটারের প্রাণ
অকালে ঝরে গেল ঢাকার এক ক্রিকেটারের প্রাণ
সাকিব আল হাসানের মত বাঁহাতি স্পিনার ছিলেন মোহররম হোসেন মুহিন। হয়তো একদিন সাকিবের মত করেই বাংলাদেশ ক্রিকেট দলের নাম উজ্জ্বল করতেন বিশ্ব দরবারে। তবে অনূর্ধ্ব-১৮ তেই সে যাত্রার ইতি টানতে হলো মুহিনের। সারাজীবনের জন্য ক্রিকেট মাঠকে বিদায় বলে পরপারে পারি জমিয়েছেন ক্রিকেটের উঠতি তারকা মোহররম হোসেন মুহিন।
বিসিবি এক সংবাদ বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কক্সবাজারে সোমবার থেকে জাতীয় পর্যায়ের ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট খেলার কথা ছিল মুহিনের। প্রস্তুত হচ্ছিলেন বিভাগীয় পর্যায়ে ভালো করে অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টের জন্যেও। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ফরিদপুরে চলছিল ঢাকা দক্ষিণের প্রস্তুতি পর্ব। শুক্রবার কক্সবাজার চলে গেছে দল। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে পেট ব্যথা শুরু হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি মুহিন। তাকে ভর্তি করা হয় ফরিদপুর মেডিকেল হাসপাতালে।
সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার রাতেই ঢাকার সেন্ট্রাল জেনারেল হাসপাতালে আনা হয় মুহিনকে। পরবর্তীতে ঢাকা মেডিকেলে নেয়ার পর তিন ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। অপারেশনের সময় জানা যায়, মুহিনের খাদ্যনালী ছিদ্র হয়ে রক্ত ও অন্যান্য ফ্লুইড মিশে গেছে পাকস্থলীতে। যে কারণে লম্বা সময় চলে অস্ত্রোপচার।
কিন্তু পরে আইসিইউতে নেওয়ার পর আর জ্ঞান ফেরেনি ১৭ বছর বয়সী মুহিনের। তারপর শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা দক্ষিণ অনূর্ধ্ব-১৮ দলের মুহিন।
ঢাকা দক্ষিণের হয়ে বিভাগীয় পর্যায়ে সবশেষ ম্যাচেও মাদারিপুর অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন মুহিন। পাঁচ ম্যাচে ১৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার শিকার করেছিলেন ১৬ উইকেট।