ক্রিকেটের স্বর্গে ২৭ বছর পর সিরিজ দক্ষিণ আফ্রিকার
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
ক্রিকেটের স্বর্গে ২৭ বছর পর সিরিজ দক্ষিণ আফ্রিকার
ক্রিকেটের স্বর্গে ২৭ বছর পর সিরিজ দক্ষিণ আফ্রিকার
লর্ডস- ক্রিকেট বিশ্বের স্বপ্নের মঞ্চ। সেখানেই দীর্ঘ ২৭ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল তেম্বা বাভুমার দল। ১৯৯৮ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার রান থামে ৮ উইকেটে ৩৩০ রানে। রাতটা হয়ে উঠল তরুণ ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজের। ৭ চার ও ৩ ছক্কার ঝলকে ৭৭ বলে খেলেন ৮৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস। ওয়ানডে ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে অভিষেকের পর টানা পাঁচ ইনিংসে ফিফটি করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এছাড়া ট্রিস্টান স্টাবসও খেলেন ৬২ বলে মূল্যবান ৫৮ রানের ইনিংস। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জফরা আর্চার তুলে নেন ৪টি উইকেট।
৩৩১ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খেলেও জো রুট (৬১), জস বাটলার (৬১) ও জ্যাকব বেথেল (৫৫) ম্যাচ জমিয়ে তোলেন। শেষদিকে উইল জ্যাকস ও আর্চারের ঝড়ো ব্যাটিং ইংলিশ সমর্থকদের আশা জাগালেও শেষ ওভারে নাটকীয় মোড় নেয় ম্যাচ।
শেষ ৬ বলে প্রয়োজন ছিল ১৬ রান। বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামির বিপক্ষে আর্চার প্রথম দুই বলে নিতে পারেন মাত্র ১ রান। তৃতীয় ও পঞ্চম বলে চার হাঁকিয়ে ম্যাচকে সুপার ওভারের দোরগোড়ায় নিয়ে যান। কিন্তু শেষ বলে ছক্কা হাঁকাতে ব্যর্থ হয়ে এক রানেই থামতে হয় তাকে। মাত্র ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ২০২৩ বিশ্বকাপের পর থেকে ছয়টি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের পাঁচটিতেই হেরে গেল ইংল্যান্ড। এই বছর ১১ ওয়ানডে ম্যাচের ৮টিতে হারল তারা।
প্রোটিয়াদের বোলিং আক্রমণে চোখে পড়ার মতো ছিলেন নান্দ্রে বার্গার, ৬৩ রানে ৩ উইকেট শিকার করে দলের জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দুইটি উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সাউথ্যাম্পটনে হবে সিরিজের শেষ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩৩০/৮ (ব্রিটজকে ৮৫, স্টাবস ৫৮; আর্চার ৪/৬২, আদিল রশিদ ২/৩৩)
ইংল্যান্ড: ৩২৫/৯ (জস বাটলার ৬১, জো রুট ৬১; বার্গার ৩/৬৩, মহারাজ ২/৫৯)
ফল: ইংল্যান্ড ৫ রানে জয়ী।
ম্যাচসেরা: ম্যাথু ব্রিটজকে।