পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
পাকিস্তানকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড
ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ক্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ২৪২ রানে স্বাগতিকরা অলআউট হলে মাত্র ৫ উইকেট হারিয়ে ৪৫.২ ওভারে লক্ষ্য তাড়া করে ফেলে কিউইরা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। সালমান আঘা করেন ৪৫ রান।
তায়বেব তাহির খেলের ৩৮ রানের ইনিংস। তাছাড়া বাবর আজমের ২৯ এবং ফাহিম আশরাফের ২২ রানে ২৪২ রানের পুঁজি পায় পাকিস্তান। তবে তারা অলআউট হয় ইনিংস শেষ হওয়ার ৩ বল আগেই।
নিউজিল্যান্ডের হয়ে ৪৩ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন উইলুয়াম ও'রোর্ক। ২ টি করে উইকেট পান মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।
রান তাড়া করতে নেমে প্রথমেই উইল ইয়ংকে হারায় নিউজিল্যান্ড। তারপর ৭১ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। কেন করেন ৩৪ এবং কনওয়ে করেন ৪৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ বলে ৫৭ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল।
টম ল্যাথাম করেন ৫৬ রান। শেষ দিকে গ্লেন ফিলিপসের ২০ রানের সুবাদে সহজেই জয় পায় নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ শিকার করেন ২ উইকেট। ম্যাচ সেরা হন ও'রোর্ক।