যেকারণে বাদ হাসান মাহমুদ, ২ বছর পর বাংলাদেশের জার্সিতে এবাদত

যেকারণে বাদ হাসান মাহমুদ, ২ বছর পর বাংলাদেশের জার্সিতে এবাদত
যেকারণে বাদ হাসান মাহমুদ, ২ বছর পর বাংলাদেশের জার্সিতে এবাদত
কলম্বো টেস্টে দুই পরিবর্তন বাংলাদেশের, একাদশে ফিরলেন পেসার এবাদত হোসেন ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপরদিকে, ইনজুরির কারণে ছিটকে পড়লেন হাসান মাহমুদ। আর তাতেই যেন এবাদত হোসেনের পৌষমাস।
চোট পাওয়া পেসার হাসান মাহমুদের জায়গায় টেস্ট দলে ফিরলেন এবাদত। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে এবাদত হোসেন চৌধুরী। ২০২৩ এর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন এই ৩১ বছর বয়সী ফাস্ট বোলার। লম্বা সময় পর আবার তিনি অ্যাকশনে
অধিনায়ক নাজমুল শান্ত টসের সময় বলেন, 'আমরা প্রথমে ব্যাট করব। মনে হচ্ছে ভালো উইকেট এবং প্রথম ইনিংস গুরুত্বপূর্ণ হবে রান তোলার জন্যে। হাসান মাহমুদের ছোট ইনজুরি আছে, তাই এবাদত দলে এসেছে। আমরা গলে দুর্দান্ত খেলেছি, কিন্তু এটি একটি নতুন ম্যাচ এবং আমাদের ভালো করতে হবে। তবে প্রথম ঘন্টা খুব গুরুত্বপূর্ণ।'
চোটের কারণে নেই আগের টেস্টে দারুণ বোলিং করা হাসান মাহমুদ, গলে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৩ উইকেট। ফলে সুযোগ পেয়ে গেছেন চোট কাটিয়ে ফেরা এবাদত হোসেন।
অপরদিকে, শ্রীলঙ্কার জার্সিতে অভিষেক অলরাউন্ডার সুনাল দিনুশার। খেলছেন টেস্ট থেকে অবসরে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসের জায়গায়। আর ইনজুরিতে ছিটকে যাওয়া মিলান রত্নায়েকের পরিবর্তে খেলছেন বিশ্ব ফার্নান্দো।
বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস (উইকেটকিপার), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নাইম হসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও এবাদত হোসেন।