Image

স্কুল ছাত্ররা টিকিট ছাড়াই দেখতে পারবে কালকের খেলা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
স্কুল ছাত্ররা টিকিট ছাড়াই দেখতে পারবে কালকের খেলা

স্কুল ছাত্ররা টিকিট ছাড়াই দেখতে পারবে কালকের খেলা

স্কুল ছাত্ররা টিকিট ছাড়াই দেখতে পারবে কালকের খেলা

মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, গ্যালারির দৃশ্যও তাই। এক সময় যে জিম্বাবুয়ের বিপক্ষে জয় ছিল বাংলাদেশের রীতিমতো অভ্যাস, সেই প্রতিপক্ষের কাছে প্রথম টেস্টেই হার মেনে নিতে হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট চলাকালীন গ্যালারি ছিল প্রায় ফাঁকা। যেখানে সাধারণত ম্যাচের দিনগুলোয় থাকে উপচে পড়া দর্শক, এবার সেখানে উপস্থিত ছিলেন মাত্র হাতে গোনা কয়েকজন।

চট্টগ্রামে চলমান দ্বিতীয় টেস্টেও একই চিত্রের পুনরাবৃত্তি। প্রথম দিন স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকের উপস্থিতি ছিল নগণ্য।

এমন পরিস্থিতিতে দর্শক টানতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা স্কুল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,

“বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরু করে স্কুল শিক্ষার্থীদের জন্য চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ করা বিনামূল্যে হবে।”

শর্তও রাখা হয়েছে সহজ। শিক্ষার্থীদের ইউনিফর্ম পরে থাকতে হবে এবং সঙ্গে আনতে হবে বৈধ স্কুল আইডি কার্ড।

এর আগে টিকিটের মূল্য কমিয়ে সর্বনিম্ন ৫০ টাকা নির্ধারণ করা হলেও তাতে আশানুরূপ সাড়া মেলেনি। তাই এবার বিনামূল্যে প্রবেশের সুযোগ করে দিল বিসিবি।

মাঠের পারফরম্যান্সের কথা বলতে গেলে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে কিছুটা স্বস্তিতে আছে বাংলাদেশ। সফরকারী জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে তুলেছে ২২৭ রান। নিক ওয়েলচ ও শন উইলিয়ামস হাফ-সেঞ্চুরি করেন। বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

দর্শক উপস্থিতি ফেরাতে বিসিবির এই উদ্যোগ কতটা কাজে আসে, সেটাই এখন দেখার বিষয়। মাঠের পারফরম্যান্সের সঙ্গে গ্যালারিতেও প্রাণ ফেরার অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three