Image

এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলতে পারেন তাইজুল

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলতে পারেন তাইজুল

এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলতে পারেন তাইজুল

এসএ টোয়েন্টিতে প্রথম বাংলাদেশী হিসেবে খেলতে পারেন তাইজুল

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশ মানেই দীর্ঘদিন ধরে সাকিব আল হাসান আর মোস্তাফিজুর রহমানের আধিপত্য। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ মাতিয়েছেন তারা। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএটোয়েন্টিতে কখনও সুযোগ হয়নি এ দুই তারকার। অবশেষে সেই শূন্যস্থান পূরণ করলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাক পেলেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় এই লিগে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় এসএটোয়েন্টির চতুর্থ আসরের নিলাম। সেখানেই তাইজুলকে ডারবানস সুপার জায়ান্টস ৫ লাখ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ডে (বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ) দলে ভিড়িয়ে নেয়। বাংলাদেশের ১৪ জনের তালিকায় একমাত্র সফল তাইজুল।

এবার নিলামে নাম লিখিয়েছিলেন বাংলাদেশের মোট ১৪ ক্রিকেটার। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তাইজুল ইসলাম।
কিন্তু সবার মধ্যে একমাত্র দল পেয়েছেন তাইজুল। অবিক্রীত থেকে যান মোস্তাফিজুর রহমানসহ বাকিরা।

ডারবানস সুপার জায়ান্টসে তাইজুল সতীর্থ পাচ্ছেন আন্তর্জাতিক তারকাদের। হাইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করামের মতো তারকার সঙ্গে খেলবেন তিনি। অন্যদিকে নিলামে সবচেয়ে বড় চমক ছিলেন টি-টোয়েন্টির নতুন সেনসেশন ডেভাল্ড ব্রেভিস। তাকে ১৬.৫ মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‌্যান্ডে কিনেছে প্রিটোরিয়া ক্যাপিটালস।

বাংলাদেশ জাতীয় দলে টেস্টের নিয়মিত মুখ হলেও তাইজুল টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন মাত্র ২ ম্যাচে। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে (১০৫ ম্যাচ) নিয়েছেন ৮৮ উইকেট। বাঁহাতি স্পিনে নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্যই এবার ভরসা রেখেছে ডারবানস।

তবে প্রশ্ন থেকে যাচ্ছে বিপিএলের সময়েই শুরু হবে এসএটোয়েন্টি। তাই সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাইজুলকে দক্ষিণ আফ্রিকায় খেলার ছাড়পত্র দেয় কি না, সেটিই এখন আলোচনার বিষয়।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three