অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবার অনুমতি পেলেন ম্যাথু কুনেমান
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবার অনুমতি পেলেন ম্যাথু কুনেমান
অস্ট্রেলিয়ার স্কোয়াডে যোগ দেবার অনুমতি পেলেন ম্যাথু কুনেমান
ইনজুরি থেকে সেরে ওঠায় শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াডে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন ম্যাথু কুনেমান। তার বুড়ো আঙুলের ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর যথেষ্ট সুস্থ হয়েছেন তিনি। শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন এই স্পিনার।
বাঁহাতি স্পিনার কুনেমান গত সপ্তাহে বিগ ব্যাশ লিগে খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। তবে এই সপ্তাহে অনুশীলনে কোনো সমস্যা ছাড়াই বল করতে পেরেছেন। বৃহস্পতিবার কুনেম্যান বলেছিলেন, ব্রিসবেনে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং করার সময়ে তার আঙুলটি প্রায় ব্যথামুক্ত ছিল।
২৮ বছর বয়সী কুনেমান শ্রীলঙ্কায় দুটি টেস্টের জন্য অস্ট্রেলিয়া দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। বৃহস্পতিবার অ্যালান বর্ডার ফিল্ডে কুনেমান আট ওভার বল করেছিলেন এবং ব্যাটিংও করেছিলেন। হিট এবং কুইন্সল্যান্ডের বোলিং কোচ অ্যান্ডি বিচেলের কাছ থেকে থ্রোডাউন ও করেন। ফিল্ডিং করার সময়ে তিনি কয়েকটি ক্যাচ নেন, সবগুলোই হিট ফিজিও অ্যাডাম স্মিথের তত্ত্বাবধানে।
শ্রীলঙ্কা সিরিজে নাথান লায়ন এবং টড মারফির পাশাপাশি কুনেমান অস্ট্রেলিয়া দলের তিনজন ফ্রন্টলাইন স্পিনারদের একজন। যদিও স্কোয়াডে বেশ কিছু পার্টটাইমার রয়েছে, ট্রাভিস হেড তাদের মধ্যে একজন।
শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ জানুয়ারি এবং ৬ ফেব্রুয়ারি ২ টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। পরবর্তীতে দুটি ওয়ানডে খেলবে ১২ ও ১৪ ফেব্রুয়ারি।