২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে ব্রিসবেনের গ্যাবা
- 1
ইয়ান বোথাম, ইমরান খান, কপিল দেবের পাশে মেহেদী হাসান মিরাজ
- 2
মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড
- 3
পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ, ফয়সালাবাদে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট
- 4
তাইজুলও বললেন তিনি ‘আন্ডাররেটেড’
- 5
উইকেটশূন্য সেশন বাংলাদেশের, চট্টগ্রামেও জিম্বাবুয়ের একক আধিপত্য

২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে ব্রিসবেনের গ্যাবা
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে ব্রিসবেনের গ্যাবা
অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য গ্যাবা স্টেডিয়াম। ২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে এই ব্রিসবেনের গ্যাবা। নির্মাণ হবে নতুন গ্যাবা। এখন পর্যন্ত এই মাঠে ৬৭টি টেস্ট ম্যাচ খেলা হয়েছে।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে অবস্থিত গাব্বা ক্রিকেট স্টেডিয়াম, যা বিশ্বের সেরা ক্রিকেট ভেন্যু হিসেবেই বিবেচিত। ২০৩২ সালে এই স্টেডিয়াম ভেঙে ফেলার কথা রয়েছে। ২০৩২ সালের অলিম্পিক এবং আধুনিক ইভেন্টের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট এবং এএফএলের জন্য গ্যাবা এতদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তবে ভবিষ্যতের কথা মাথায় রেখে একটি নতুন স্টেডিয়াম গড়তে চলেছে অস্ট্রেলিয়া। ৬৩ হাজার দর্শকাসন যুক্ত একটি নতুন স্টেডিয়াম হয়ে চলেছে ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্কে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কুইন্সল্যান্ড ক্রিকেট, এএফএল, ব্রিসবেন লায়ন্সের সহযোগিতায় বোর্ডের পক্ষ থেকে একটি নতুন স্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা করা হয়েছে ভিক্টোরিয়া পার্কে। কুইন্সল্যান্ডের বাসিন্দা এবং ক্রিকেটপ্রেমীদের দীর্ঘমেয়াদি সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গ্যাবার মেয়াদ ফুরিয়ে এসেছে। অলিম্পিকের জন্য ব্রিসবেনের একটা নতুন স্টেডিয়াম প্রয়োজন।’
২০৩২ অলিম্পিক্সে যদি ক্রিকেট ফেরে, তাহলে গাব্বা অলিম্পিকের অংশ হবে। কারণ এখানেই ক্রিকেটের আয়োজন হবে। প্রকৃতপক্ষে, ২০৩২ অলিম্পিকে ক্রিকেট ফাইনালই হবে এই ভেন্যুর শেষ ক্রিকেট ম্যাচ।